মো. রাকিবুল ইসলাম শোভন
জন্ম ও বেড়ে ওঠা পাবনা জেলায়। বর্তমানে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে। ছোটোবেলায় কবিতা লেখার মাধ্যমে লেখালেখিতে হাতেখড়ি। এ পর্যন্ত অনেকগুলো গল্প ও কবিতা সংকলনে তার লেখা প্রকাশ পেয়েছে। ২০১৭ সালের বইমেলাতে সায়মা সাজ্জাদ মৌসির সাথে দ্বৈত কাব্যগ্রন্থ “পাথরকুচি মেঘদল” প্রকাশিত হয়। আর তার প্রথম একক কবিতার বই, “চিঠিমিতা তোমাকে, ইতি-চেনা কেউ...” ২০১৮ সালের বইমেলায় ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে।জোজো ময়েসের “মি বিফোর ইউ” তার প্রথম অনুবাদিত বই।