শিহানুল ইসলাম
বেড়ে ওঠা যমুনার কোলঘেঁষা এক গ্রামে। ওপারে থই থই যমুনার ঘোলা জল, এপারে সবুজের সমারোহ, আর মাঝখানে আকাশ ছোঁয়া উঁচু বাঁধ—চলে গেছে বহুদূর পর্যন্ত। যেখানে দাঁড়ালে এপারের জীবনের সাথে ওপারের যুদ্ধের এক নিবিড় সম্পর্ক অনুধাবন করা যায়। নদী পাড়ের এই বৈচিত্রময় পরিবেশ কৈশোরলগ্নেই লেখকের ভাবনার জগৎকে দিয়েছে ভিন্নমাত্রা। সেইসব দিনের মানুষটাকে এখন ভাগ করে ছাড়িয়ে দেন একেকটা চরিত্রের মাঝে। সাথে যুক্ত হয়েছে যাপিত জীবন ও মানব মনস্তত্ব সম্পর্কে এক অন্যরকম দর্শন। যে দর্শন জীবনের, কিংবা মানুষের জীবনই সেই দর্শনের অন্তর্গত।শিক্ষাজীবনে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে ইকনোমিক্সে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বাবা খলিলুর রহমান, মা রেহানা খাতুনের সর্বকনিষ্ঠ সন্তান তিনি। বর্তমানে চাকরীসূত্রে ঢাকায় থাকছেন। ভাবনার জগতের লাগামহীনতার জন্যেই লেখালেখিতে আসা। উল্লেখযোগ্য বই ‘এপারে কেউ নেই’ (২০১৮)। ‘সন্ধে নামার আগে’ তার দ্বিতীয় মৌলিক উপন্যাস।