বই : বাংলা কিংবদন্তীসংকলক : আসাদুজ্জামান জুয়েলপ্রচ্ছদ : সজল চৌধুরীজনরা : ঐতিহ্য, কিংবদন্তিপৃষ্ঠা : ৮০মূল্য : ১৬০ টাকা
কিংবদন্তী কী? কিংবদন্তী হচ্ছে মানুষের মুখে মুখে বহুকাল ধরে চলে আসছে এমন সব গল্প বা জনশ্রুতি। কিন্তু, কিংবদন্তী কি কেবলমাত্র গল্প বা মানুষের মুখে মুখে প্রচলিত জনশ্রুতি? এক্ষেত্রে একটা প্রশ্নবোধক থেকেই যায়...কারণ অনেকক্ষেত্রে ইতিহাসের উৎস হিসাবে রসদ যোগায় এই কিংবদন্তী। আবার একে অবহিত করা যায় প্রাচীন সমাজের সম্পদ বলেও। তবে কিংবদন্তীকে পুরোপুরি ইতিহাসও বলা চলে না। সত্য ও কল্পনা—এ দুইয়ের মিশ্রণে সৃষ্টি হয় কিংবদন্তীর।ইতিহাস যেখানে এসে মৌন হয়ে যায়, কিংবদন্তী সেখানে সরব হয়ে ওঠে। এটি হতে পারে ব্যক্তিকেন্দ্রিক, দেবদেবী কেন্দ্রিক, মেলা অথবা হতে পারে দিঘি কেন্দ্রিক।এর মূলধারা হলো—কোনো নির্দিষ্ট ব্যক্তিবিশেষের মেধা বা কল্পনায় প্রসবণ হয় না। বরং যুগ যুগ ধরে এটি ঘুরেফিরে সাধারণ মানুষের মুখে। হয়তো কেউ শুনেছে তার দাদার কাছে, তার দাদা শুনেছে তার পরদাদার কাছে—এভাবেই একসময় তা ঠাঁই করে নিয়েছে জনমনে। আবার কখনও কখনও পরিণত হয়েছে বিশ্বাসে।কিংবদন্তীর গল্পগুলো কখনও স্বতন্ত্র, আবার কখনও প্রায় একই ধাঁচের। এসবের দায় পড়ে তৎকালীন আচার-অনুষ্ঠান, ধর্মবিশ্বাস, এমনকি রাজনীতির ওপরেও। আবার, এমনও ঘটতে দেখা যায়—কালের পরিক্রমায় একই নাম, একই ঘটনা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে; কখনও বা দেশের সীমান্ত ছাড়িয়ে বিস্তৃতি পায় ভিনদেশেও; কখনও বা এর উৎসকে আলাদা করে চিহ্নিত করাও অসম্ভব হয়ে দাঁড়ায়।এমনই সব গল্প বা জনশ্রুতি, যা বহুকাল ধরে আমাদের দেশের মানুষের মুখে মুখে চলে আসছে, সেসব গল্পের সামান্য কতক একত্রিত করার ছোট্ট একটি চেষ্টা করা হয়েছে “বাংলা কিংবদন্তী” বইটিতে।