রুদ্র কায়সার
বেশ কয়েকটি গল্প ও কবিতা সংকলনে মৌলিক গল্প ও কবিতা প্রকাশ পাবার পর আগাথা ক্রিস্টির “মার্ডার ইন মেসোপটেমিয়া” উপন্যাসটির মাধ্যমে অনুবাদে সাহিত্যে যাত্রা শুরু করেন রুদ্র কায়সার। ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত অনুবাদ গল্প সংকলন “থ্রিলার : স্টোরিজ টু কিপ আপ অল নাইট” বইটিতে “ডিসফিগার্ড” নামে তার অনূদিত একটি গল্প। তার অনূদিত অন্যান্য বইগুলো হলো “দ্য ম্যাক্সওয়েল ইক্যুয়েশনস”, “রাম : সায়ন অব ইক্ষাকু”, “সীতা : ওয়ারিয়র অব মিথিলা”, “রিচ ড্যাড’স ক্যাশফ্লো কোয়াড্র্যান্ট”। এছাড়া আরো অনুবাদ করেছেন মিশাইলম্যান হিসাবে খ্যাত বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আবদুল কালাম’র দু’টি জীবনীগ্রন্থ—“মাই লাইফ : অ্যান ইলাস্ট্রেটেড অটোবায়োগ্রাফি” ও “মাই জার্নি : ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন”।। এছাড়া প্রকাশের অপেক্ষা আছে তার অনূদিত আরো কিছু বই : “গসপেল অব লোকি”, “টেস্টামেন্ট অব লোকি”, “ক্লিওপেট্রা : ডটার অব নিল”, “অ্যা হাফ বেকড লাভ স্টোরি”, “রাবণ : এনিমি অব আর্যাবর্ত” এবং “ধর্মযোদ্ধা কল্কী : অবতার অব বিষ্ণু”।