মো. ফরহাদ চৌধুরী শিহাব
জন্ম : ১৩ই নভেম্বর, ১৯৮৯। পিতা : মো. আয়ুব, মাতা : ফাহিমা পারভীন রিতা।পৈতৃক নিবাস সূত্রে চট্টগ্রামের মানুষ হলেও জীবনের দীর্ঘ সময় কেটেছে সিলেটে। পড়াশোনার বড়ো একটা পর্ব সিলেটে করে চট্টগ্রামে বাকিটুকু সম্পন্ন করেন। বর্তমানে প্রকৌশলী হিসেবে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। লেখালেখি ও আঁকাআঁকির প্রবল নেশা থেকেই বই প্রকাশের দিকে আনুষ্ঠানিক যাত্রা। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের নাম—অমিয়েন্দ্র, অমিয়েত্রা, ক্যাপ্টেন বাবাকোয়া, ক্যাথেড্রাল, অসমাপ্ত ঠিকানা ও তেপান্তর।