তৌফিক সরকার
ভালোবাসেন ফ্যান্টাসি ও সাই-ফাই দুনিয়ার মধ্যে থাকতে, তবে অন্যসব বই থেকেও দূরে থাকেন না। প্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াস, আর কড়া অনুসারী রবার্ট জরডানের। এছাড়া ডুবে থাকেন সিনেমা, টিভি সিরিজ ও অ্যানিমের মধ্যে। কাজ করেছেন বেশ কিছু অনুবাদে : ‘রেডি প্লেয়ার ওয়ান’ ওনার প্রথম অনুবাদ, দ্বিতীয় অনুবাদ ‘শ্যুট দ্য পিয়ানো প্লেয়ার’। শীঘ্রই আসছে ওনার অনুবাদে ‘বিনেথ দ্য ডার্ক আইস’, ‘দ্য কৃষ্ণা কি’ ও ‘মারশিয়ান : ক্রনিকেল’ । এছাড়া লিখছেন বেশ কিছু মৌলিক ফ্যান্টাসি ও সাই-ফাই সিরিজ।