রাফায়েত রহমান রাতুল
রাফায়েত রহমান রাতুল’র জন্ম ৩০ ডিসেম্বর। জন্ম ও বেড়ে উঠা ময়মনসিংহে।পড়াশোনা করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে।থ্রিলার সাহিত্যের প্রতি অদ্ভুতরকমের টান রয়েছে আগে থেকেই। সেই আগ্রহ থেকেই লেখালেখির শুরু। অনলাইনে নিয়মিত লেখালেখি করেন বেশ কয়েকবছর ধরেই। বেশ কিছু মৌলিক উপন্যাসিকা, ছোটোগল্প লিখে অনলাইনে প্রশংসা কুড়িয়েছেন। এককভাবে অনুবাদ করেছেন ‘দ্য পারফেক্ট মার্ডার’, ‘পাইরেট’। যৌথভাবে করেছেন ‘এক্সক্যাভেশন’, ‘দ্য ফোর লিজেন্ডারি কিংডম’, ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। এছাড়াও বর্তমানে আরো বেশ কয়েকটি অনুবাদের কাজ করে যাচ্ছেন। যৌথ ছাড়াও একক অনুবাদ ও মৌলিক উপন্যাস কাজ করছেন।