শওকত শাওন
মানসিকতায় কাব্য ধারণ করা এক চিত্রশিল্পী। জন্ম ও বেড়ে ওঠা চিরহরিৎ গাজীপুরে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের “অঙ্কন ও চিত্রায়ন” বিভাগে। তার প্রথম কাব্যগ্রন্থ “একটি হুতুম হবো” আমাদের পরিচয় করিয়ে দিয়েছে চিরন্তন অনুভূতির নতুন এক কাব্যধরনের সাথে। আমরা অবাক হয়ে লক্ষ করেছি তার সহজ সত্যের অন্যরকম সুন্দর প্রকাশ। তারপর আমরা সাগ্রহে অপেক্ষা করেছি তার নতুন লেখার জন্য। “তারপর কেমন আছো?” দিয়ে তিনি আমাদের সেই প্রত্যাশা আবার বাড়িয়ে দিলেন। এবারের কবিতাগুলো আরো পরিণত, আরো সংযত, আরো মোহময়।