সৃজনকাল ওয়েবসাইটে এ-যাবত আমার প্রকাশিত ২২টি গ্রন্থের মধ্যে সম্প্রতিকালে প্রকাশিত চারটি গ্রন্থের পিডিএফ ভার্সন; ডজনাধিক নাটকের মধ্যে দু’টি টিভি-নাটক, একটি-করে মুদ্রিত মঞ্চ-নাটক ও টিভি-নাটক; ইদানিং প্রকাশিত কয়েকটি কলাম-নিবন্ধ; ইলেকট্রোনিক মিডিয়ায় প্রচারিত আমার সাক্ষাৎকার-আলোচনার কয়েকটিসহ বিবিধ সৃজনশীল কাজ রয়েছে। আমার সবধরনের লেখার বাকীগুলিও ভবিষ্যতে সন্নিবেশিত করার ইচ্ছে রইলো।
গ্রন্থের মধ্যে রয়েছে রাজনীতিসহ উপরিকাঠামোমূলক বিশ্লেষণধর্মীগ্রন্থ 'যেমন দেখেছি ওয়ান ইলেভেন', প্রবাস-জীবনকেন্দ্রিক উপন্যাস, 'আম-আমেরিকার এক্সরে রিপোর্ট', ইতিহাস-আশ্রয়ী উপন্যাস, 'প্রান্ত-প্রাচীন', এবং রাজনীতিমনষ্ক ও ভাববাদী চিন্তাকেন্দ্রিক ছড়াগ্রন্থ 'পাগলাঘোড়ার খুর'।
দুটি টিভি নাটকের মধ্যে রয়েছে ১৯৮৯ সালে বিটিভিতে প্রচারিত আমার প্রথম নাটক 'চান মিয়ার নেগেটিভ-পজিটিভ' ও ২০০৬ সালে বিটিভিতে প্রচারিত আমার শেষ নাটক 'কিছুদিন পর'। বিটিভি ও অন্যান্য চ্যানেলে প্রচারিত অন্য নাটক ও ধারাবাহিক নাটকগুলি এখানে সন্নিবেশিত করার প্রস্তুতি নিচ্ছি।
একটি-করে মুদ্রিত মঞ্চ-নাটক ও টিভি-নাটক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, নতুন যারা নাটক লিখবেন তারা এর মাধ্যমে একটি ধারণা পেতে পারেন।
আমি বেশ কয়েকজন খ্যাতিমান লোকের নামকরা গ্রন্থের অনুলেখক। তারা বা তাদের পরিবারের অনুমতি-সাপেক্ষে সেই গ্রন্থগুলির পিডিএফ-ভার্সন তুলে ধরার চেষ্টা করবো।
আমি আকরগ্রন্থ 'একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়'-এর তথ্যসংগ্রাহক ও প্রকাশকদের একজন (১৯৮৬ সালে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র এটি প্রকাশের সময় আমি ঐ সংগঠনের প্রকাশনা সম্পাদক ছিলাম)। এই গ্রন্থের পিডিএফ-ভার্সন রাখছি বিবিধ শিরোনামে। এটির ইংরেজি অনুবাদ 'জেনোসাইড সেভেন্টিওয়ান: এ্যান একাউন্ট অব দ্য কীলার্স এন্ড কোলাবরেটরস'-এর পিডিএফ-ভার্সন পরে যোগ করা হবে।
সৃজনকাল ওয়েবসাইটে একটি নতুন বিষয় সংযোজন করেছি 'গণবাণী' শিরোনামে। এতে খ্যাতিমানদের নতুন উদ্ধৃতিযোগ্য কথার বাইরেও সাধারণ মানুষের উদ্ধৃতিযোগ্য বাক্য নানা সামাজিক মাধ্যমগুলিসহ বিভিন্ন মাধ্যম থেকে আমি স্ব-উদ্যোগে সংগ্রহ করে লেখকের অনুমতি-সাপেক্ষে ঐ বিভাগে তুলে ধরবো। প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে সৃজনী প্রতিভা ও দার্শনিকতা। অনেক সময় অতি সাধারণ মানুষও দার্শনিকতাপূর্ণ এমন মন্তব্য করেন যা কালজয়ী, মৌলিক ও উদ্ধৃতিযোগ্য। কিন্তু তাদের সে-সব দার্শনিকতা হারিয়ে যায় কালের গর্ভে। সময় ও ইতিহাস শুধু উদ্ধৃত করে যায় বিখ্যাতদেরই উক্তি। এই ওয়েবসাইটে তুলে ধরব সব-ধরনের মানুষের মৌলিক দার্শনিকতাপূর্ণ উক্তি। উদ্ধৃতিযোগ্যগুলি প্রেরকদের স্বনামে এখানে প্রচারিত হবে। দেশ এবং শহরের নামও থাকবে। আমি তাদের সঙ্গে যোগাযোগের পর কোন্ পরিপ্রেক্ষিতকে সামনে রেখে উক্তি রচিত হয়েছে তা লিখে পাঠালে আলাদা ফুটনোটে সেগুলিও তুলে ধরা হবে। এখানে আমি সে-গুলিই তুলে ধরতেপারবো যে-গুলি আমার দুষ্টিগোচর হবে বা কেউ আমার গোচরে আনবেন।
একইসঙ্গে আমার বিভিন্ন লেখার উল্লেখযোগ্য অংশ তুলে ধরবো 'প্রবাদ-প্রবচন-গণছড়া' শিরোনামে।
উল্লিখিতগুলি ছাড়াও রয়েছে আমার পরিচিতি, লেখা গানের অংশ-বিশেষ প্রভৃতি।
নোট এক. যেসব বিভাগে মুদ্রিতগ্রন্থ ও অন্যান্য লেখার পিডিএফ ভার্সন রয়েছে সেগুলি ক্রমান্বয়ে পাঠ করতে হলে পৃষ্ঠার ডানদিকে উপরের এ্যারো চিহ্নে ক্লিক করলে পড়তে অনেক সহজ হবে।
নোট দুই. উদ্ধৃতির ক্ষেত্রে আমরা লেখকের বানানরীতিই বহাল রাখি। অবশ্য মুদ্রণবিভ্রাট শুদ্ধ করে দেওয়া হয়।