২০০২ সালে আজকাল নাট্য সংসদের নবম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, যিনি পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের রাষ্ট্রপতি হন, বিএনপির তৎকালীন মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া, সাপ্তাহিক আগামী ও পাক্ষিক তারকালোকসহ কয়েকটি পত্রিকার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক আরেফিন বাদল ও আজকালের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন সোহেল। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হিসেবে আমি সভাপতিত্ব করি।
২০০৫ সালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ঢাকা বইমেলা উদ্বোধনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টল পরিদর্শন করেন। আমি তখন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে তাঁর সঙ্গে ছিলাম।
আজকাল নাট্য সংসদের ১৬ বছরপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাকারিয়া চৌধুরী, ট্রান্সপারেন্সি ইন্টারস্যাশনালের কর্ণধার ড. মোজাফ্ফর আহমেদ ও নাট্য-ব্যক্তিত্ব ম, হামিদ। সভাপতিত্ব করি আমি।
২০১৬ সালের ১৫ এপ্রিল আমার ছেলে আহমেদ সায়ান অনীকের বিবাহোত্তর সংবর্ধনায় অনেকের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী দিদার বখত, লেখক-সাংবাদিক কাজী সিরাজ, বিশিষ্ট চিকিৎসক বজলুল গণি ভুঁইয়া, সাবেক এমপি শাহরিয়ার কবীর বুলু, রাজনীতিবিদ হাবিবুল আলম চৌধুরী ববি ও আবদুল মান্নান ভুঁইয়ার ছোট ছেলে সজন উপস্থিত ছিলেন ।
২০১৯ সালের এপ্রিলে জাগরণী সংসদের নিয়মিত আলোচনা সভায় আমি। সভাপতিত্ব করেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আরো ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক নেয়ামূল হক, সাবেক এমপি, বিশিষ্ট লেখক শফিকুল ইসলাম প্রমুখ।
একটি ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলোচনা সভায় সাখাওয়াত হোসেন সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখছি আমি ও বিশিষ্ট সাংবাদিক মইনুদ্দিন নাসের।
আজকাল নাট্য সংসদের হাসির মঞ্চনাটক হবুচন্দ্র সমাচারের একটি দৃশ্য।
হবুচন্দ্র সমাচারের আরেকটি দৃশ্য।
আমার প্রথম প্রকাশনা, গল্পগ্রন্থ `উজানচর ভাটিরচর’-এর ব্যাককভারের জন্য ছবিটি তুলেছিলেন নাসির আলী মামুন।
২০১৮ বন্ধু মোহন খানের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এটিএন বাংলা মিলনায়তনে বক্তব্য রাখছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
২০১৮ সালের মার্চে শিবপুরে প্রয়াত জননেতা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ভুঁইয়ার সমাধির সামনে।
২০১৮ সালের বাংলা একাডেমির বইমেলায় মুক্তধারা নিউইয়র্ক-এর স্টলে বিশ্বজিৎ সাহার সঙ্গে।
২০১৪ সালে আমার নিউ ইয়র্কের বাসার সামনে বইমেলায় যোগ দিতে আসা বিশিষ্ট প্রকাশক মজিবর রহমান খোকা, সিকদার আবুল বাসার, লেখক রাজিব আহমেদ ও আমি।
২০১৯ সালে বাংলা একাডেমির বইমেলায় মোড়ক-উন্মোচন অনুষ্ঠান, টিভিতে বক্তব্য প্রদান ও প্রকাশকদে সঙ্গে।
২০১৪ সালে নিউইয়র্কে এক আলোচনা সভায় ড. আসিফ নজরুলের সঙ্গে।
২০১৪ সালে নিউ ইয়র্কে বীর মুক্তিযোদ্ধা, বুলেট ৭১-এর লেখক ডঃ নুরুন্নবীকে আমার বই উপহার।
২০১৮ সালে নিউ ইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন-এর প্রাক্কালে কয়েকজন ছড়াকারের সঙ্গে।
অবদুল মান্নান ভুঁইয়া কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহান শাহ শাহিনের আমন্ত্রণে ২০১৯ সালের এপ্রিলে গিয়েছিলাম কলেজে।
২০১৯ সালে নিউ ইয়র্ক বাংলা বইমেলায় আমরা কয়েকজন সহপাঠী-বন্ধু।
২০১৭ সালে সরকার ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণার পর বহির্বিশ্বে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয় লসএঞ্জেলেসে। একাত্তরের ঘাতক ও দালাররা কে কোথায় আকর-গ্রন্থের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সুবাদে আমন্ত্রণ পেয়ে আমি যোগ দিয়েছিলাম। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন লস এঞ্জেলেসে বাংলাদেশের তৎকালীন কনসাল জেনারেল।
বন্ধুবর লেখক নসরত শাহ’র সঙ্গে।
২০১৯ সালের নিউ ইয়র্ক বাংলা বইমেলায় সৃজনকালের স্টলে বিশিষ্ট লেখক জগলুল আলম ও নাসিমুন নাহার নিনির সঙ্গে।
২০১৮ সালে বাংলা একাডেমীর বইমেলায় আমার উপন্যাস ‘অস্তাচলের খোঁজ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
২০১৮ সালে নিউ ইয়র্ক বাংলা বইমেলার আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছি।
২০১৯ সালে নিউ ইয়র্ক বাংলা বই মেলায় আমার প্রকাশিত ‘নির্বাচিত কলাম’-এর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছি।
২০১৮ সালের মার্চে ঢাকার বাসভবনে নিজের লেখা বই আমাকে উপহার দিচ্ছেন প্রিয়ভাজন লেখিকা তাহমিনা শিল্পী। সঙ্গে সুপ্রিয় শামসুদ্দিন হীরা।
২০০৪ সালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক থাকার সময় অফিস কক্ষে।
২০১৮ সালে নিউ ইয়র্কে সহপাঠী-বন্ধু রীনা রায়হান ও শ্রদ্ধাভাজন শাহ রায়হান উল্লাহর বাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তথ্যসচিব তাজুল ইসলাম ও তার স্ত্রী সাবেক সচিব মিনু ভাবীর সঙ্গে।
২০১৮ সালের এপ্রিলে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে আমি বেশ বড় কয়েকটি নিবন্ধ লিখেছিলাম এবং অনেকগুলি স্ট্যাটাস দিয়েছিলাম। এগুলো বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের গ্রুপে প্রকাশিত হয়েছিল। এরমধ্যে একটি ছিল খুবই উল্লেখযোগ্য, যাতে লাইক পড়েছিলো প্রায় তিন হাজার।
২০১৯ সালের জুলাইয়ে নিউইয়র্কে এক আড্ডায় বদিউল আলম মজুমদারের সঙ্গে।
প্রকৃতির মনোরম পরিবেশে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে আমার ও আমার যৌথ পরিবারের সহায়তায় প্রতিষ্ঠিত আলোর সেতু পাঠাগার। এটি পরিচালনা করছেন এলাকার বিদ্যানুরাগী ও মানব-প্রেমী কয়েকজন তরুণ।
২০১৯ সালের ৭ এপ্রিল আলোর সেতু পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান।
পাঠাগার উদ্বোধন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক আবুল কাসেম ফজলুল হক।
আলোর সেতু পাঠাগারে পড়ার জন্য বই বাছাই করছেন পাঠকরা।
২০১৮ সালে বাংলা একাডেমির বইমেলায় আমি দিব্যপ্রকাশ-এর স্টলে, যেখান থেকে আমার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল।
ভূপেন হাজারিকা ও নাসির আলী মামুনের এই ছবিটি আমি তুলেছিলাম ১৯৮৩ সালে, শেরাটন হোটেলে।
আমাদের এলাকা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়ন একটি দুর্গম চর। এর চারদিকে মেঘনা নদী। ইউনিয়নের কালাপাহাড়িয়া থেকে হাজিরটেক পর্যন্ত মেঘনার শাখা নদীর উপর এই দীর্ঘ সেতু নির্মাণে আমি নিজে বিশেষ উদ্যোগ নিয়েছিলাম, তৎকালীন সরকার ও সরকারী দলের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ সম্পৃক্ততার সুবাদে। এটি উদ্বোধনের জন্য ২০০৩ সালের জুলাই মাসে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়াকে নিয়ে এসেছিলাম। সেতুর কাজ উদ্বোধনের সঙ্গে সঙ্গে তিনি এলাকায় আরো কিছু কাজের বন্দোবস্ত করেন। পাশাপাশি কয়েকটি মসজিদ ও শিক্ষা প্রতিষ্টানে অনুদান প্রদান করেন। তাঁর সঙ্গে এসেছিলেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী রেজাউল করিম, বিএনপির কেন্দ্রীয় নেতা বদরুজ্জামান খান খসরু, তৎকালীন স্থানীয় এমপি আতাউর রহমান খান আঙ্গুর, বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান শিমুল বিশ্বাস প্রমুখ ও উর্ধতন সরকারী কর্মকর্তাবৃন্দ। একাজে আতাউর রহমান খান আঙ্গুরসহ স্থানীয় বিএনপি নেতাদের ছিল আন্তরিক সহায়তা ও অকুন্ঠ সমর্থন। এই লেখার আগে-পরে আমাদের এলাকায় এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগে এ ধরনের কোনো সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি।
বন্ধুবর সাইফুল আলমের আমন্ত্রণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠিরা সমবেত হয়েছিলাম ২০১৮ সালের নভেম্বরে।
বইপড়া ও পাঠাগার নিয়ে আমার একটি পর্যবেক্ষণ।
পর্যবেক্ষণটির ইংরেজি অনুবাদ।
ভবিষ্যতে বাংলাদেশকে যেভাবে দেখতে চাই তার একটি সংক্ষিপ্ত রূপ।
আমার একটি মর্মান্তিক অভিজ্ঞতার দার্শনিক উপলব্ধি।
আমার প্রিয় দু'টি ছড়া।
২০১৪ সালে নিউ ইয়র্কে সাংবাদিকদের সম্মান ও ভাবমূর্তি অটুট রাখার লক্ষ্যে দল-মত নির্বিশেষের স্থানীয় সাংবাদিকদের একটি সভায় সভাপতিত্ব করার ছবি।