সংস্কৃতি আসলে কি?
পাঠ্য-পুস্তকের ভাষায় বললে বলা যায় এটি নির্দিষ্ট কোন স্থানে বসবাসকারী মানুষের সমষ্টিগত আচরন, স্বভাব, খাদ্যাভ্যাস, রীতিনীতি যা ঐ সমাজকে অন্যের কাছে তুলে ধরতে স্বক্ষম। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কি এইসব নিয়েই সংস্কৃতি?
প্রায়শই একটা কথা কানে বাজে, বর্তমানে আমাদের সংস্কৃতি বিপর্যয়ের মুখে। যদি শাস্ত্রমতে উপরিউক্ত সংজ্ঞাটি সংস্কৃতি বোঝাতো তাহলে কিভাবে এই বিপর্যয়ের কথাটি এল? সংস্কৃতি যেমন পায়ে ধরে সালাম করা দিয়ে শুরু হয়না, ঠিক তেমনি শহীদ মিনারে জুতা পায়ে উঠলাম বলে এটি ধ্বংস ও হয়না। প্রশ্নটাতো রয়েই গেল, তাহলে কি এই সংস্কৃতি?
পূর্ববর্তী সংজ্ঞাটি আসলেই সংস্কৃতি কি তা শিখিয়ে দিয়েছে তাই আর সেই বিষয়ে কথা বাড়ালাম না। তাহলে কেন বলা হবে সংস্কৃতি ধ্বংস হচ্ছে? যদি কাছথেকে পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখবেন সব পূর্ববর্তী সংস্কৃতি ও কোন এক সংস্কৃতি থেকে বিবর্তিয (যদি সাধারণ ভাষায় বলি তো ধ্বংস) হয়েই এসেছে। তাহলেতো আপনার গর্ববস্তু সংস্কৃতি ও পূর্ব সংস্কৃতিকে ধ্বংস করেছে। সুতরাং, আমার মূল বক্তব্য এই যে সংস্কৃতি ধ্বংস হয়না বা ধ্বংস করেনা বরং এটি সদা বিবর্তিত হয় এবং হবেও।
উদাহরণ স্বরূপ, সংস্কৃতির মূল্যবান একটি উপাদান হচ্ছে তার খাবার বা খাদ্যাভ্যাস। বর্তমানে অস্ট্রেলিয়ার লোকেরা বছরে প্রায় ষাট লক্ষ পিজা খায় যা কিনা ইতালিয় খাবার। তাহলে কি আপনি বলবেন তাদের সংস্কৃতি ধ্বংস হয়েছে? না। বরং বলুন যে তাদের সংস্কৃতি বিবর্তিত হয়েছে।
অতএব, পরের বার যখন আপনার অনুজকে বলতে যাবেন যে আমাদের সংস্কৃতি ধ্বংস হচ্ছে, একটু সময় নিয়ে ভাববেন এবং বলবেন, "আমাদের সংস্কৃতি বিবর্তিত হচ্ছে"।