The main idea of this project is to represent own ideas of this generation with own culture.

Now, in the 21st century, when the world is in the hands of everyone, we are very concerned about our own culture. The reason for this thought is to spread foreign culture to a great extent in our culture. We don't hold negative perception regarding foreign culture. But due to the foreign culture, forgetting our identity is never valid. Because our own culture is our own entity. Our identity is found through our culture. And that's why we have taken this initiative. We know our culture is world-renowned. And especially if the new generation thinks about it again then we can re-engage with others to highlight our culture.

We wish that this generation should be more vocal about it's own culture.


আমাদের প্রজেক্টের মূল ভাবনা হলো নিজস্ব সংস্কৃতি নিয়ে এই প্রজন্মের চিন্তাধারা তুলে ধরা।

এখন একবিংশ শতাব্দীতে এসে বিশ্ব যখন সকলের হাতের মুঠোয় তখন আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে বেশ চিন্তিত। ভিনদেশী সংস্কৃতি প্রকট আকারে আমাদের সংস্কৃতি তে বিস্তার করাই এই চিন্তার কারন। অন্য দেশের সংস্কৃতি নিয়ে আমাদের বিরূপ ধারনা তা বলছি না। তবে ভিনদেশী সংস্কৃতির কারনে নিজস্ব স্বত্বাকে ভুলে যাওয়া কখনও ঠিক না। কারন নিজস্ব সংস্কৃতি হলো নিজস্ব স্বত্বা। নিজেদের পরিচয় খুঁজে পাওয়া যায় নিজেদের সংস্কৃতির মাধ্যমে। আর এই জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা জানি আমদের সংস্কৃতি বিশ্ব সমাদৃত এবং যদি বিশেষ করে নতুন প্রজন্ম যদি এই বিষয়ে নতুন করে চিন্তা করে তাহলে আমরা অন্যদের সাথে মিলেমিশে নতুন করে তুলে ধরতে পারবো আমাদের সংস্কৃতিকে ।

এই প্রজন্ম নিজ থেকে নিজস্ব স্বত্তা নিয়ে আরো বেশি সোচ্চার হোক এটাই আমাদের কামনা।