একটি কারেন্সী পেয়ার বা কোম্পানির শেয়ার দর উঠানামার অর্থাৎ কারেন্সী বা শেয়ার মালিকানা পাওয়ার চাহিদা ও যোগানের গানিতিক বিশ্লেষনকেই টেকনিক্যাল এনালাইসিস বলে। আরও পরিষ্কার করে বলতে গেলে আমরা জানি প্রতিটি কারেন্সী বা শেয়ারের প্রাইজ/দর প্রতিদিনই উঠানামা করে অর্থাৎ এই প্রাইজ উঠানামা বিনিয়োগের আগ্রহ এবং যোগানের একটি স্বমন্বয় যেমন কেউ কারেন্সী বা শেয়ার মালিকানা বিক্রি করতে চাইছে আবার কেউ ঐ কারেন্সী বা শেয়ার ক্রয় করতে চাইছে এখানে বিনিয়োগকারীই যোগান এবং চাহিদার ভূমিকা পালন করে। তাহলে বিনিয়োগের আগ্রহ বা চাহিদার সাথে বিনিয়োগে অনাগ্রহ বা যোগানের গানিতিক বিশ্লেষনকেই টেকনি-ক্যাল এনালাইসিস বলে। আরও সহজ ভাষায় বলতে গেলে প্রতি দিনের প্রাইজ উঠানামার গাণিতক বিশ্লেষনকেই টেকনিক্যাল এনালাইসিস বলে।
সাধারন এ এনালাইসিস সল্প মেয়াদীর জন্য হয়ে থাকে এবং এতে ঝুঁকির পরিমান যেমন বেশী তেমনী সফল হবার সম্ভাবনাও বেশী। তবে সঠিকভাবে টেকনিক্যাল এনালাইসিস করতে পারলে আপনার ঝুঁকিও অনেক কম হবে এবং আপনার মুনাফাও অধিক হবে।
কিভাবে টেকনিক্যাল এনালাইসিস করবেন তা নিয়ে নিন্মে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। কারন, টেকনিক্যাল এনালাইসিস অল্প পরিসরে আলোচনা করা সম্ভব না। যেহেতু টেকনিক্যাল মানে টেকনিক্যাল বিষয়াদি, যা হাতে কলমে শিখতে হবে। তা হলে সঠিক ভাবে শিখা হবে না এবং “অল্প বিদ্যা ভংয়কর” এই প্রবাদ আপনার ফান্ডকে শুন্য করার জন্য যথেষ্ঠ। কেননা টেকনিক্যাল এনালাইসিস একটি বৃহত্তর পরিসর যা শিখতে বা বুঝতে আপনাকে অধিক সময় ব্যয় করতে হবে। তবে টেকনিক্যাল এনালাইসিস সঠিক ভাবে শেখার পর আপনার কারেন্সী পেয়ার বা শেয়ার ব্যবসায় আমূল পরিবর্তন আসবে এবং আপনি আস্থার সাথে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠবেন। আপনার টেকনিক্যাল এনালাইসিস শেখার ক্ষেত্রে আমরা সর্বদা আপনার পাশে আছি। একজন বিনিয়োগকারীর সফলতাই আমাদের মূল লক্ষ্য।
এখানে টেকনিক্যাল এনালাইসিসের উপর একটি ছবি দেওয়া হলো। মূলত টেকনিক্যাল এনালাইসিস করতে হবে নিন্ম ছবির বা পয়েন্ট গুলো আপনাকে ভাবে ভাবে শিখতে এবং আয়ত্ব করতে হবে। তাহলেই আপনি ৯০% একজন টেকনিক্যাল এনালাইসার হিসাবে নিজেকে মূল্যায়িত করতে পারবেন।
১। প্রাইজ এ্যাকশন।
২। ট্রেন্ড।
৩। সাপোট /রেজিষ্টান্স।
৪। ফিবোনাকি ।
৫। চাট প্যাটান্স ।
ফরেক্স বা ট্রেড ব্যবসা সম্পূর্ন একটি প্রাকটিক্যাল বিষয়। এখানে কম জানা বা অল্প জ্ঞানের কোন জায়গা নাই। ফরেক্স বা ট্রেড (শেয়ার) ব্যবসা করতে হলে, পরিপূর্ন ভাবে জানতে হবে। কারন আপনার টাকা শুধু মাত্র আপনারই টাকা। আপনার টাকার মায়া আপনার না থাকলে অন্য কাহারো থাকবে না। যদি আপনি মনে করেন এই সেক্টর হতে আপনি কিছু করতে চান, তাহলে আপনাকে যে কোন মেনটরের কাছে হাতে কলমে শিখতে হবে। তাহলেই আপনি আপনার বিনিয়োগ সিকিউর করে, আপনার কাংখিত লক্ষ্যে পৌছাতে পারবেন। পরিশেষে ফরেক্স মাকের্টে সকলের সাফল্যয়তা কামনা করছি।
ধন্যবাদ