যে কোনো ব্যবসার প্রথম ধাপে “ব্যবসায়ীক কলাকৌশল” বা “ট্রেডিং সিস্টেম” আয়ত্ত করার পর দ্বিতীয় ধাপে “অর্থ ব্যবস্থাপনা” বা “মানি ম্যানেজমেন্ট সিস্টেম” যথাযথভাবে প্রয়োগ করতে হবে৷এরপর আসে “ফরেক্স ট্রেডিং সাইকোলজি” বা “ব্যবসায়ীক মন-মানসিকতা”।
🖇 বিশ্বের যে কোনো ব্যবসায় “ফরেক্স ট্রেডিং সাইকোলজি” বা “ব্যবসায়িক মন-মানসিকতা” অর্জন করতে হলে বেশ কয়েক বছর সংশ্লিষ্ট ব্যবসায় নিয়মিত সময় দিতে হবে,দীর্ঘ কয়েক বছর নিয়মিত চর্চা এবং অক্লান্ত চেষ্টার ফলেই “ফরেক্স ট্রেডিং সাইকোলজি” ধীরে ধীরে তৈরী হয় ৷ আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো- যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণ দের মন-মানসিকতা কেমন,পেশাদারদের দক্ষতা এবং সংশ্লিষ্ট ব্যবসার সাথে তিনি নিজেকে কিভাবে উপযুক্ত করে নিয়েছেন এটা শুধু ফরেক্স বা ট্রেড ব্যবসার ক্ষেত্রেই নয় প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার নিজ ব্যবসার সাথে নিজেকে ঠিক সেই ভাবে গড়ে তোলেন ৷ আর এটা তৈরি হয় দীর্ঘ কয়েক বছরের নিয়মিত চর্চা, দক্ষতা, অভিজ্ঞতা এবং ব্যবসায় সম্পৃক্ততার কারণে। ফরেক্স বা ট্রেড মার্কেটে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই দীর্ঘ কয়েক বছরের নিয়মিত সম্পৃক্ততা থাকতেই হবে,কয়েক বছর একটানা নিয়মিত এই মার্কেটে একদিকে “ফরেক্স ট্রেডিং সিস্টেমগুলো” যেমন আয়ত্ত করতে হবে আর পাশাপাশি আরেকদিকে সঠিকভাবে “মানি ম্যানেজমেন্ট সিস্টেমও” প্রয়োগ করে ব্যবসা করে করে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হবে৷ এইভাবে বেশ কয়েক বছর সময় দেওয়ার পর নিজেকে মার্কেটের সাথে খাপ খাইয়ে নেওয়া সম্ভব হয় ৷ এইভাবে মার্কেটের সাথে নিজেকে উপযুক্ত করে তোলাই হচ্ছে “ফরেক্স ট্রেডিং সাইকোলজি” তৈরি করা৷ ফরেক্স বা ট্রেড ব্যবসা করতে হলে এই তিনটি বিষয় আয়ত্ত করতেই হবে৷ তবেই এখানে সফলতার সাথে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব৷ আর এই জন্য অনেক শ্রম,মেধা,অর্থ এবং দীর্ঘ সময় ব্যয় করতে হয় ৷ দৃঢ় এবং প্রচন্ড চেষ্টার ফলেই ফরেক্স বা ট্রেড ব্যবসার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যাধুনিক স্মার্ট ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। চেষ্টা করুন এইসব তিনটি ধাপ অর্জন করতে৷
@ ফরেক্স বা ট্রেড মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে অবশ্যই আমার এবং আমাদের সবারই মনে রাখতে হবে- (১) “সঠিক ট্রেডিং সিস্টেম” (২) “মানি ম্যানেজমেন্ট সিস্টেম” এবং (৩) “ট্রেডিং সাইকোলজি”- তিনটি মূলধন একান্ত প্রয়োজন।
ফরেক্স বা ট্রেড ব্যবসা সম্পূর্ন একটি প্রাকটিক্যাল বিষয়। এখানে কম জানা বা অল্প জ্ঞানের কোন জায়গা নাই। ফরেক্স বা ট্রেড (শেয়ার) ব্যবসা করতে হলে, পরিপূর্ন ভাবে জানতে হবে। কারন আপনার টাকা শুধু মাত্র আপনারই টাকা। আপনার টাকার মায়া আপনার না থাকলে অন্য কাহারো থাকবে না। যদি আপনি মনে করেন এই সেক্টর হতে আপনি কিছু করতে চান, তাহলে আপনাকে যে কোন মেনটরের কাছে হাতে কলমে শিখতে হবে। তাহলেই আপনি আপনার বিনিয়োগ সিকিউর করে, আপনার কাংখিত লক্ষ্যে পৌছাতে পারবেন। পরিশেষে ফরেক্স মাকের্টে সকলের সাফল্যয়তা কামনা করছি।
ধন্যবাদ