Paysafe Group এর সাথে সোনালী ব্যাংক এর একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে গতকাল। এতে বাংলাদেশের ফরেক্স ট্রেডাররা খুব খুসি হয়েছে। সম্পর্ন বিষয় না জেনে আমি খুশি হতে পাচ্ছিনা। পেওনারের সাথেও চুক্তি আছে তবে তাতে ফরেক্স ট্রেডারদের জন্য শুধু ক্ষতিই হয়েছে। বিশ্বের সকল দেশ থেকে পেওনারের মাধ্যমে ফরেক্স এর ট্রান্জিকশন করা গেলেও বাংলাদেশ থেকে তা যায় না। চুক্তিটি এমনভাবে করা হয়েছে যাতে শুধু আপওয়ার্ক এর মত সাইটগুলোতে কাজ করে তাদের টাকা বাংলাদেশে রিছিভ করা যায়। সরকার(ব্যাংক) পেপালের সাথে চুক্তি(পেওনারের মত শর্ত সাপেক্ষে) করতে চেয়েছিল কিন্তু পেপাল তাতে রাজি না হওয়ায় চুক্তি হয়নি। এখন যদি এই ধরনের চুক্তি Paysafe Group এর সাথে করে থাকে তাহলে বাংলাদেশে যারা স্কিলে এর মাধ্যমে ফরেক্সে এ ট্রান্জিকশন করেন তারা বিপদে পরবেন কারন স্কিল পেওনারের মত বাংলাদেশি ফরেক্স ট্রেডারদের ব্লক করে দিতে পারে।
জুনায়েদ আহমেদ পলক ভাই আমি জানি আপনি বাংলাদেশের তরুনদের জন্য আইটি সেক্টরে অনেক ভাল ভাল কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের ফ্রিলেন্সাররা আপনার অবদান কখনো ভুলতে পারবেনা। বাংলাদেশে এখন অনেক প্রফিটেবল ফরেক্স ট্রেডার রয়েছে। আপনি আমাদের জন্য ট্রাভেল কোঠার মত ফরেক্স কোঠায় বছরে মাত্র ২ হাজার ডলার ট্রান্জিকশন করার ব্যবস্হা করেদেন। বাংলাদেশের তরুন সমাজ তা কয়েকগুন করে আপনাকে ফিরিয়ে দেবে। এই সেক্টর অনেক তরুদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেবে।