“ট্রেডিং সিস্টেম” পরিপূর্ণভাবে আয়ত্ব করতে সক্ষম হবো ঠিক তখনই প্রয়োজন পড়বে সঠিকভাবে “মানি ম্যানেজমেন্ট সিস্টেম” যথাযত প্রয়োগ করা৷ শুধু ফরেক্স বা ট্রেড ব্যবসায় নয় যে কোনো ব্যবসাতেই “মানি ম্যানেজমেন্ট সিস্টেম” বা “অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি” অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট প্রয়োগ করতে হলে অর্থনৈতিক বিষয়ে বেসিক ধারণা থাকা জরুরী৷ অর্থ পরিচালনা ও প্রাথমিক ধারণা অবশ্যই থাকতে হবে৷ যেমন- অর্থ সঞ্চয়,অর্থ উপার্জন,নিয়মিত প্রফিট নেওয়া এবং কিছু পরিমাণ লস দেওয়ার মন মানসিকতা থাকতে হবে৷ মাস শেষে বছর শেষে প্রফিট থাকতে হবে৷ তবেই যে কোনো ব্যবসায় সফলতার মুখ দেখা যায়৷ ফরেক্স বা ট্রেড ব্যবসাতেও ঠিক সেরকমই৷ সামান্য কিছু লস দিয়ে নিয়মিত প্রফিট বের করে আনাই মূল লক্ষ্য থাকবে,সেটা বছর শেষেই হোক- মাস শেষেই হোক অথবা সপ্তাহ শেষেই হোক৷ অর্থাৎ নিয়মিত কম বেশি প্রফিট থাকতেই হবে৷ ফরেক্স বা ট্রেড মার্কেটে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করার অন্যতম বিষয় হচ্ছে- রিস্ক এন্ড রেশিও যথাযথভাবে প্রয়োগ করে ব্যবসা করা৷ “মানি ম্যানেজমেন্ট সিস্টেম” বা “অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি” হচ্ছে যে কোনো ব্যবসার মেরুদন্ড৷ অর্থাৎ “মানি ম্যানেজমেন্ট সিস্টেম” বা “অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি” যদি ভুল হয় তাহলে সেই ব্যবসায় কখনোই নিয়মিত আয় করা সম্ভব হবে না,বরং ফকির হয়ে যাবেন৷ এইজন্য “মানি ম্যানেজমেন্ট সিস্টেম” অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন সফল কর্পোরেট ট্রেডার হতে জেনে নেই আপনার ডিপোজিটের শতকরা কত শতাংশ মাসিক লভ্যাংশ হওয়া উচিত ।
ট্রেডারদের একটি কমন প্রশ্ন? কোন ভুল ভাল মন্তব্যকে উত্তর ভেবে নিয়ে ভুল জেনে নিজের ট্রেডিং লাইফে প্রয়োগ করতে যেয়ে আরও হতাশায় ভোগে। আজ আমরা জেনে নেব কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কিভাবে এটি করে থাকে। আর আপনি এ থেকে কি শিক্ষা নেবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন।
আমার ব্যক্তিগত ফরেক্স জীবনের শুরুর দিকে আমি এক দিনেই ৩৫০% প্রফিট করেছিলাম ৫০০ কানাডিয়ান ডলার ডিপোজিটে! এরপর সে রাত্রে আর ঘুম আসে না আমার। এক দিনের রেজাল্ট এতৈ আনন্দময়ী চাপের ছিল যে, আমি বার বার বিছানা ছেড়ে উঠে কাগজ কলম নিয়ে হিসেব করেছি, এক দিনে এত প্রফিট হলে মাসে কত? বছরে কত? পরদিন যথারীতি ট্রেড শুরু করলাম, আর লস হতে থাকল, মাথায় এবার উলটো চাপ পড়তে থাকল, শেষ মেষ যা হবার হবে, টাইপের আত্মঘাতী ভাবনা থেকে বেশ বড় একটা লট দিয়ে কয়েকটা ট্রেড ওপেন করলাম ফলাফল ২ ঘন্টার মাঝে দেখতে পেয়েছি, গোটা একাউন্টের লাল বাত্তি জ্বলে গিয়েছে!!
আমার আকাশে উড়া এক ধাক্কায় ধপ করে মাটিতে নেমে আনল! কি কব এখন? ভাবতে ভাবতে শেয়ার করলাম বৃটিশ কলোনীর এক বন্ধু প্রতিম বড় ভাই সমতুল্য ডেভিডের সাথে। তার মাধ্যমেই ফরেক্স এর সাথে আমার প্রথম পরিচয়।
সে তাদের ট্রেডিং ক্লাবে যেতে বলল, আর সেখান থেকেই আমার ফরেক্স শিক্ষার হাতে খড়ি শুরু হয়। পারিশ্রমিক হিসেবে তাদের হয়ে বিভিন্ন জায়গায় আর্টিকেল লিখে দিতাম, সাথে আরও কিছু ফাই ফরমাশ খাটতাম কারন বাবা এসব একদম বিশ্বাস করতেন না, শুধু বলতেন, বৃটিশরা বৃটিশই হয়, তাদের সঙ্গদোষে পড়ে উচ্ছন্নে যেও না। বলাই বাহুল্য, এসবের কারনে বাসা থেকে কোন আর্থিক সাপোর্টও পাওয়া হয়নি!
এরপরে প্রায় বছর দুয়েক সেই ক্লাবের সাথে থেকে শুধু ডেমোতেই চর্চা করছি, আর বিভিন্ন বিষয় জেনে নিয়েছি, এর সাথে আরও বেশ কিছু কারেন্সি ট্রেডিং এর উপরে লোকালভাবে একাডেমিক কোর্সও করে ফেলেছি।
এবার আসি মুল কথায়- বর্তমানে যে এজেন্সিতে আমি আছি, এখানে মাসিক টার্গেট ৪% মাত্র।
ব্যালান্স নিয়ে আর না বলি, শুধু রেশিও দিয়েই এজেন্সিগুলোর বাণিজ্য সম্পর্কে একটা ধারনা দিচ্ছি শুধু।
নরমালি এসব এজেন্সিগুলো ৫ বা ৬ বছরে ফিক্সড ডিপোজিটকে ডাবল করার অফার দিয়ে থাকে গ্রাহকদের।
এই ডিপোজিট কে কাজে লাগিয়ে ৪% প্রতি মাসে প্রফিট বের করতে পারলে বছর শেষে দাঁড়ায় ১২x৪= ৪৮%
অর্থাৎ মুল ডিপোজিটের ৪৮% প্রতি বছরে রিটার্ন আসে এদের। মোটামুটি ২ বছরে ৯৬% থেকে ১০০% প্রফিট বুক করে ফেলা হয়। যা গ্রাহকের প্রাপ্য।
এর বাইরে আরও তিন বা চার বছর হাতে থেকে গেল আরও প্রফিট করার, যেগুলো এই এজেন্সীর প্রফিট হিসেবে গণ্য হয়।
মাসে ৪% করে প্রতি দু বছরে ব্যালান্স ডাবল করলে ফিগারটা দাঁড়ায়-
১ম দু বছরে ব্যালান্স দাঁড়ায় = মুলধন + ১০০% প্রফিট।
পরের দু বছরে ব্যালান্স দাঁড়ায় = ডাবল মুলধন + ১০০% প্রফিট। (আগের মুলধন + ১০০% প্রফিট মিলে ডাবল এমাউন্ট হয়)
শেষ দু বছরে ব্যালান্স দাঁড়ায় আরও দ্বিগুণ।
৬ বছরের স্কিমে ব্যাপারটা দাঁড়ায় মুলধনসহ ৮০০% প্রফিটে।
এখান থেকে ২০০% গ্রাহককে দিয়ে রাখলে বাকি ৬০০% প্রফিট এজেন্সির একাউন্টে থেকে যায়। তার থেকে এমপ্লয়ীদের সেলারি বাবদ আরও ৩০০% প্রফিট কেটে রাখলে এজেন্সির নীট প্রফিট হয় ৩০০% পার্সেন্ট প্রফিট গ্রাহকের ইনভেস্টমেন্ট হতে।
এবার একটা এমাউন্ট দিয়ে দেখিয়ে দেবার চেষ্ঠা করি।
ধরে নিলাম, একজন গ্রাহক ১০০০ ডলার ইনভেস্ট করল।
প্রথম দু বছরে এই ইনভেস্টমেন্ট দাঁড়াবে ১০০০+১০০০= ২০০০ ডলারে।
এর উপরে ট্রেড করে ৪% মাসিক প্রফিট হারে পরের দু বছরের ফিগার দাঁড়াবে ২০০০+২০০০= ৪০০০ ডলারে।
এই ফিগারের উপরে পরের দুবছরে রেস্ট এমাউন্ট গিয়ে দাঁড়াবে ৪০০০+৪০০০= ৮০০০ ডলারে।
অর্থাৎ মুল ব্যালান্সের ৮০০% প্রফিট থাকছে একাউন্টে।
এখান থেকে গ্রাহককে দিতে হচ্ছে ২০০০ ডলার,
এম্পলয়িদের দিতে হচ্ছে ৩০০০ ডলার,
এজেন্সির থাকছে ৮০০০-(২০০০+৩০০০)= ৩০০০ ডলার সর্বসাকুল্যে।
এখান থেকে একটু কম হলেও এজেন্সির একাউন্টে ২৫০% এর বেশি প্রফিট থেকে যায় প্রতিটি গ্রাহকের ইনভেস্টমেন্ট হতে।
এজন্যই কিংবদন্তি ইনভেস্টর ওয়ারেন বাফেট বলুন, আর কিংবদন্তি ফরেক্স ট্রেডার জর্জ সরোস স্যারের কথাই বলুন, সবাই এক সময় যেয়ে নিজেরা ইনভেস্টমেন্ট এজেন্সি খুলে বসেন। এর মুলত কারন এটিই। কৈ এর তেলে কৈ ভাজা যাচ্ছ, বাড়তি আরও ভাল কিছু প্রফিটও চলে আসছে
কেউ কেউ সপ্তাহে ১০০% প্রফিট এর কথা বলছি, কেউ দৈনিক ৫-১০% প্রফিটের কথা বলছি, আমি সেখানে মাসিক ৫% এর টার্গেট নিতে বললে অনেকের কাছে এটি কিছু মনেই হচ্ছে না, তারা ছুটছেন বড় বড় প্রফিটের দিকে, ফলাফলঃ আদতেই কি প্রফিট করতে পারছেন???
এক দুমাস বা বড়জোড় ৫-৬ মাস কিছুটা করতে পারলেও এরপর অনেকেই হারিয়ে যায়, প্রফিট তো যায়ই, সাথে মুলধনও নিয়ে যায়!
এটা কি অত্যন্ত আফসোসের বিষয় নয়? তবুও আপনারা বড় প্রফিটের দিকেই ছুটছেন ও ছুটবেন।
এই মোহনের বলে বেড়ানো প্রতি মাসে ৫% প্রফিটের কথাগুলোতে কিইবা আসে যায়? এতো অল্প প্রফিট দিয়ে কিইবা করা যাবে? তাই তো?
যদি এমনটি ভেবে থাকেন, তবে এই পোস্টটি আদতেই আপনার জন্য নয়। আপনি বড় প্রফিটের দিকেই যেতে পারেন। এই পোস্ট শুধুমাত্র তাদের জন্যই যারা ফরেক্স কে আর দশটা বিজনেসের মতই একটা বিজনেস বুঝে নিয়ে ট্রেড করতে এসেছে।
পরিশেষে, ভালভাবে শিখুন। ভালভাবে পড়ুন, জানুন, বুঝুন, ভাল কোন মেন্টরের সাপোর্ট নিন। ভাল কেউই কেবল আপনাকে দশটি কানাগলি হতে সঠিক দিক দেখাতে পারবেন, নয়তো দশটি কানাগলিতেই আগে ঘুরতে হবে আপনাকে, এরপর সঠিক দিকের সন্ধান আপনি পেয়ে যাবেন।
তবে কোন ভাল কোন মেন্টরের সাপোর্ট নিন বা নিজে নিজে চর্চা করুন, সফল একদিন হবেন আশা করাই যায়, যদি আপনি লেগে থাকতে পারেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই ফরেক্স অনেক ভাল কিছুই বয়ে নিয়ে আসুক আপনার জীবনে, এটাই কাম্য।
ফরেক্স বা ট্রেড ব্যবসা সম্পূর্ন একটি প্রাকটিক্যাল বিষয়। এখানে কম জানা বা অল্প জ্ঞানের কোন জায়গা নাই। ফরেক্স বা ট্রেড (শেয়ার) ব্যবসা করতে হলে, পরিপূর্ন ভাবে জানতে হবে। কারন আপনার টাকা শুধু মাত্র আপনারই টাকা। আপনার টাকার মায়া আপনার না থাকলে অন্য কাহারো থাকবে না। যদি আপনি মনে করেন এই সেক্টর হতে আপনি কিছু করতে চান, তাহলে আপনাকে যে কোন মেনটরের কাছে হাতে কলমে শিখতে হবে। তাহলেই আপনি আপনার বিনিয়োগ সিকিউর করে, আপনার কাংখিত লক্ষ্যে পৌছাতে পারবেন। পরিশেষে ফরেক্স মাকের্টে সকলের সাফল্যয়তা কামনা করছি।
ধন্যবাদ