ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন . . .
ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন . . .
বইটির বিস্তারিত জানুন. . .
ড. মিজানুর রহমান আজহারীর লেখা «ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া» বইটি আধুনিক মননের সাথে দ্বীনের একটি সংযোগ স্থাপনের প্রয়াস, যা পাঠককে 'ম্যাসেজ' বা মূল বার্তা ও প্রেসক্রিপশন তুলে ধরে।
এই বইটি আধুনিক জীবনে ধর্মের সঠিক দিকনির্দেশনা এবং বার্তা প্রদানের একটি প্রচেষ্টা। এর লক্ষ্য হল এমন একটি ব্যবস্থাপত্র উপস্থাপন করা যা আধুনিক মানুষের চিন্তাভাবনা এবং মানসিকতার সাথে সঙ্গতিপূর্ণ।
ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি।
এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।
কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।
ড. মিজানুর রহমান আজহারী
একজন তরুণ চিন্তাবিদ এবং জনপ্রিয় ইসলামিক বক্তা। তিনি বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসির ও কুরআন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি সেখানে পিএইচডি গবেষণা করছেন।
তিনি ন্যায়বিচার, ন্যায়বিচার এবং দয়ার উপর ভিত্তি করে একটি উন্নত সামাজিক কাঠামোর স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাসের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তিনি শহর থেকে শহরে, কীবোর্ডে বা ক্যামেরার সামনে তার সর্বোচ্চ বোধগম্যতা এবং দক্ষতার সাথে কুরআন ও সুন্নাহর বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
একই ধরণের বিষয়ের উপর সর্বাধিক বিক্রিত বই
আরো বইয়ের সমাহার
রকমারির সেবা সবার।
আমি আমার ভালো অভিজ্ঞতা দিয়ে আপনার ব্যাবসার পরিধি আরো বাড়িয়ে দিতে "কন্টেন রাইটিং, ব্লগ পোস্ট,গ্রাফিক ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার-এর অভিজ্ঞতা দিয়ে সেবা দিতে আগ্রহী। “
প্রয়োজনে . . .
Call > 01811-687253
ধন্যবাদ,
রফিকুল ইসলাম।
ওয়েবসাইট ভিজিট করার আপনাকে ধন্যবাদ।