রোগীদেরকে লক্ষণ অনুযায়ী আলাদা খোলা জায়গায় বসার ব্যবস্থা করুন এবং কোভিড লক্ষণযুক্ত রোগীদের দেখার আগে অন্যদের চিকিৎসা দিন।


  • জ্বর, সর্দি, কাশি এবং এর সাথে সম্পর্কিত লক্ষণযুক্ত রোগীদের জন্য আলাদা অপেক্ষা করার জায়গা নির্ধারণ করুন। অবশ্যই এটা খোলা জায়গায় হতে হবে - কাজেই চেম্বার বা ফার্মেসির বাইরে একটি ছায়াযুক্ত স্থানে বসার ব্যাবস্থা করুন। কোনভাবেই চেম্বারের ভেতরে বা কোন বদ্ধ স্থানে ভিড় করে অপেক্ষা করানো যাবে না;

  • রোগীর শারীরিক পরীক্ষা বা অন্য কোন কারণে কাছাকাছি সংস্পর্শে আসার আগে অবশ্যই নির্দেশিকা অনুযায়ী দূরত্ব বজায় রেখে করোনার ঝুঁকি পরীক্ষা করে নেবেন। করোনার রোগীর সংস্পর্শে আসলে আপনার সংক্রমিত হবার সম্ভাবনা বেড়ে যাবে;

  • বাকি রোগীদের (গর্ভবতী মহিলা, শিশু, ত্বক, পেটের অসুখ, হার্টের সমস্যা ইত্যাদি) দ্রুত সেবা দিয়ে বিদায় করার চেষ্টা করুন; তারা যেন করোনা লক্ষণযুক্ত রোগীদের কাছে বেশি সময় না থাকেন;

  • যদি রোগীকে কাছ থেকে দেখতে হয় বা শারীরিক পরীক্ষা করতে হয় তাহলে অবশ্যই পিপিই পরে নিতে হবে। পিপির ব্যাবহার সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেখুন: