কোন ওষুধ বা অ্যান্টিভাইরাল থেরাপী সরাসরি করোনাভাইরাস নিরাময়ে সহায়তা করতে পারে তা এখনো জানা যায়নি। তবে বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামল এবং ইনহেলার প্রাথমিক চিকিৎসার জন্য যথেষ্ট । এছাড়াও যাদের কাছে নেবুলাইজার মেশিন আছে তারা বাসায় নেবুলাইজ করলে সাময়িক উপশম পেতে পারেন।
কাজেই, নিম্নলিখিত ওষুধগুলি সর্বদা আপনার কাছে মজুদ রাখুন:
প্যারাসিটামল
স্যালবুটামল / ভেন্টোলিন ইনহেলার
নেবুলাইজারের জন্য সালবুটামল (ট্যাবলেট / সিরাপ / সলিউশান), উইন্ডেল / উইন্ডেল প্লাস ভায়েল ইত্যাদি
ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক স্টক করতে পারেন যেমন,
ক্লেভুলনিক অ্যাসিড সহ অ্যামোক্সিসিলিন
সেফুরোক্সিম
এছাড়াও অন্যান্য ওষুধ যথারীতিভাবে মজুদ করুন। জরুরি পরিস্থিতিতে যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়মিত ডেলিভারি না হয়, তাই আগে থেকে কমপক্ষে দুই সপ্তাহের স্টক করে রাখুন। তবে অবশ্যই এই ঔষধগুলো অন্তত একটি সুপরিচিত এবং অনুমোদন প্রাপ্ত কোম্পানি থেকে কিনবেন।
সঙ্কটের সময়, নিম্নলিখিত আইটেমগুলোর চাহিদা বাড়বে। প্রত্যেক কাস্টমার প্রয়োজনের অতিরিক্ত চাইতে পারেন, তবে আপনি ন্যায্য পরিমাণের বেশি কারো কাছে বিক্রি করা থেকে বিরত থাকুন, যেন সবাই তাদের প্রয়োজন মেটাতে পারেন।
মুখোশ
দস্তানা
পোর্টেবল অক্সিজেন / সিলিন্ডার
হ্যাণ্ড স্যানিটাইজার
জীবাণুনাশক সাবান
যদি রোগীর চিকিৎসার ব্যাপারে অনিশ্চয়তায় থাকেন, তবে পূর্বে উল্লেখিত ৩৩৩ বা ১৬২৬৩ হটলাইন বা অনুমোদিত টেলিমেডিসিন অ্যাপগুলির সাহায্যে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সেবা সংস্থাগুলো থেকে আপনি এস.এম.এসের মাধ্যমে রোগীর জন্য ই-প্রেসক্রিপশন পাবেন ।