এখানে যা জেনেছেন এর বাইরেও অনেক কথাই সামাজিক মাধ্যম বা সমাজে প্রচারিত হচ্ছে, যার বেশিরভাগই সঠিক নয়। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে এসব ভুল তথ্য মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি রোগটির সংক্রমণ প্রতিরোধকে ব্যাহত করতে পারে। www.corona.gov.bd এর বাইরে অন্য কোন উৎস থেকে আসা তথ্যকে যাচাই না করে বিশ্বাস করবেন না এবং অন্যদের মাঝে প্রচার করবেন না।
আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা কর্তৃক সম্প্রচারিত এই বার্তাটি দেখুন।
গুজব প্রতিরোধ নিয়ে সম্পুর্ণ নির্দেশিকা পাবেন এই লিঙ্কে: https://dghs.gov.bd/images/docs/Notice/24_03_2020_stigma.pdf
যে কোন তথ্যের উৎস যাচাই করুন, বিশ্বাসযোগ্য উৎস হলে যেমন, WHO, a2i, সরকারি কোন প্রতিষ্ঠান ইত্যাদি তখন বিশ্বাস করবেন;
সংবাদপত্রে অথবা যেকোন উৎসে কোন তথ্য পেলে একাধিক উৎসে একইরকম তথ্য আছে কি-না সেটি যাচাই করে দেখুন। একাধিক উৎসে একইরকম তথ্য থাকা মানে এর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাওয়া;
কোন খবরের শুধু শিরোণাম নয় সম্পূর্ণ খবর পড়ুন;
কোন একটি সংবাদ প্রকাশের তারিখ খেয়াল করুন;
ফেসবুকে কিছু শেয়ার করার আগে ভাবুন:
১) এটি কি সত্য?
২) এটি কি প্রাসঙ্গিক?
৩) এটি কি শেয়ার করা দরকারি?
পরিচয়হীন উৎস থেকে পাওয়া তথ্য কখনো শেয়ার করবেন না
শুধুমাত্র সঠিক এবং প্রাসঙ্গিক তথ্য শেয়ার করুন