তারা বা সূর্য, গ্রহ, বামন গ্রহ,উপগ্রহ , রিং, রিংলেট, ধূমকেতু, উল্কাপিণ্ড, পাতালপুরীর পানি, পাথর এই সবকিছু মিলেই একটি সৌরজগৎ গঠিত । আবার কোটি কোটি সৌরজগতের সমন্বয়ে একটি গ্যালাক্সি গঠিত হয়। এবং কোটি কোটি গ্যালাক্সি নিয়ে ইউনিভার্স গঠিত হয়। তো এখন নিশ্চয়ই মনে হচ্ছে অনেকগুলো ইউনিভার্স নিয়ে কিছু একটা গঠিত। হ্যা , অনেকগুলো ইউনিভার্স নিয়ে মাল্টিভার্স গঠিত হয়। যদিও এর সুস্পষ্ট প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নি ।