ইউরেনাস সূর্যের অবস্থানে সপ্তম এবং আকারে তৃতীয় বৃহত্তম। ইউরেনাস প্রায় 84 বছরে (ইউরেনীয় সময়ে এক বছর) সূর্যের চারপাশে একটি সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। ইউরেনাসই একমাত্র গ্রহ যার নিরক্ষরেখা তার কক্ষপথে প্রায় সমকোণে 97.77 ডিগ্রীতে হেলে আছে।
ইউরেনাসের ব্যাস পৃথিবীর চেয়ে প্রায় ৪গুণ বেশি, বিষুব এলাকার ব্যাসার্ধ ২৫,৫৫৯ ±৪ কিলোমিটার, মেরু অঞ্চলের ব্যাসার্ধ ২৪,৯৭৩ ±২০ কিলোমিটার, পরিধি ১,৫৯,৩৫৪.১ কিলোমিটার, আয়তন ৬,৮৩৩.৬X১০১৩ কিলোমিটার, ভর ৮,৬৮১০±০.০০১৩X১০২৫ কিলোগ্রাম।
সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ইউরেনাসের সময় লাগে পার্থিব ৮৪ বৎসর। সূর্য থেকে এর সর্বোচ্চ দূরত্ব ৩,০০,৪৪,১৯,৭০৪ কিলোমিটার এবং সর্বনিম্ন দূরত্ব ২,৭৪,৮৯,৩৮,৪৬১ কিলোমিটার। এর নাক্ষত্রিক আবর্তন কাল ০.৭১৮৩৩ দিন বা ১৭ ঘণ্টা ১৪ মিনিট।
এখন পর্যন্ত ইউরেনাসের 13 টি উজ্জ্বল বলয় এর ধারণা পাওয়া গেছে ।ইউরেনাসের ২৭ টি জানা উপগ্রহ রয়েছে। এরা হলো: কোর্ডেলিয়া (Cordelia), ওফেলিয়া (Ophelia), বিয়ানকা (Bianca), ক্রেসিডা (Cressida), ডেসডেমোনা (Desdemona), জুলিয়েট (Juliet), পোর্শিয়া (Portia), রোজালিন্ড (Rosalind), কুপিড (Cupid), বেলিন্ডা (Belinda), পার্ডিটা (Perdita), পাক (Puck), ম্যাব (Mab), মিরান্ডা (Miranda), এরিয়েল (Ariel), আম্ব্রিয়েল (Umbriel), টাইট্যানিয়া (Titania), ওবেরোন (Oberon), ফ্রান্সিস্কো (Fransisco), ক্যালিব্যান (Caliban), স্টেফানো (Stephano), টাইনকুলো (Tienculo), সাইকোরাক্স (Sycorax), মার্গারেট (Margaret), প্রোস্পেরো (Prospero), সেটেবোস (Setebos), ফার্ডিন্যান্ড (Ferdinand)।