বৃহস্পতি সূর্যর পঞ্চম গ্রহ এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ।বৃহস্পতি ব্যতীত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। সৌরজগতে বৃহস্পতির দিন সবচেয়ে ছোট। বৃহস্পতি মাত্র 10 ঘন্টায় একবার ঘোরে এবং বৃহস্পতি প্রায় 12 বছরে (12 পৃথিবী বছর বা জোভিয়ান সময়ে এক বছর) সূর্যের চারপাশে একটি প্রদক্ষিণ শেষ করে।
বৃহস্পতির উপরের বায়ুমণ্ডল 93% হাইড্রোজেন এবং 7% হিলিয়াম (পরমাণু) দ্বারা গঠিত। এবং 86% হাইড্রোজেন এবং 13% হিলিয়াম (অণু)। বৃহস্পতির বায়ুমণ্ডলের গঠন হল 75% হাইড্রোজেন, 24% হিলিয়াম এবং বাকি 1% অন্যান্য উপাদান (যেহেতু একটি হিলিয়াম পরমাণুর ভর = চারটি হাইড্রোজেন পরমাণুর ভর, বিভিন্ন পরমাণুর ভরের অনুপাত বিবেচনা করে শতাংশ)। অন্যদিকে ভেতরের অংশটা একটু মোটা। এই অংশে 71% হাইড্রোজেন, 24% হিলিয়াম এবং 5% অন্যান্য উপাদান রয়েছে।
বৃহস্পতি গ্রহের রয়েছে (NASA) মার্কিন সরকারের কর্তৃক মনোনীত বৃহষ্পতির পূর্বে ৭৯ টি ও বর্তমানে বৃহস্পতি গ্রহের সর্বমোট একশো এক(১০১টি) প্রাকৃতিক উপগ্ৰহ রয়েছে। এদের মধ্যে পঁচানব্বই (৯৫টি) গ্রহের নামকরণকরন করা হয়েছে। বৃহষ্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ হলো আইয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো। নিম্নে ৯৫টি বৃহস্পতিগ্ৰহের প্রাকৃতিক উপগ্রহসমূহ হলো: মেটিস (Metis), অ্যাড্রাস্টিয়া (Adrastea), অ্যামালথিয়া (Amalthea), থীবী (Thebe), আইয়ো (Io), ইউরোপা (Europa), গ্যানিমেড (Ganymede), ক্যালিস্টো (Callisto), থেমিস্টো (Themisto), লেডা (Leda), হিমালিয়া (Himalia), লিসিথিয়া (Lysithea), ইলারা (Elara), ডিয়া (Dia), কার্পো (Carpo), ইউপোরি (Euporie), থেলক্সিনোই (Thelxinoe)ইউয়ান্থে (Euanthe), হেলিক (Helike), ওর্থোসাই (Orhtosie), লোকাস্ট (Locaste), প্র্যাক্সিডিক (Praxidike), হার্পালিক (Harpalyke), নেম (Mneme), হার্মিপ্পাস(Hermippus), থাইয়োন (Thyone), অ্যানানকি (Ananke), হার্স (Herse), অ্যাল্টন (Altne), কেল (Kale), টাইগেট (Taygete), ইরিনোম (Erinome), অ্যাওয়েড (Aoede), ক্যালিকোর (Kallichore), ক্যালাইক (Kalyke), কার্ম (Carme), ক্যালিরহো (Callirrhoe), ইউরিডোম (Eurydome), প্যাসিথি (Pasithee), কোর (Kore), সাইলিন (Cyllene), প্যাসিফা (Pasiphae), হেজেমোন (Hegemone), আর্ক (Arche), আইসোনো (Isonoe), সিনোপ (Sinope), স্পোন্ড (Sponde), অতনয় (Autonoe), মেগাক্লাইট (Megaclite), এরসা(Ersa), কলিররো(Calliro), অটোনো(Autono), আইরিন(Eirene), আইওকাস্ট(Iocast), আইত্নে(Aitne), অর্থোসিই(Orthosie), ফিলোফ্রোসাইন(Philophrosyne), চ্যান্ডেন(Chaldene), স্কন্দ(Sponde), ভ্যালেটুডো(Valetudo), ইউফেম(Euphem), পান্ডিয়া(pandia), হারপালকে(Harpalke), কালাইকে(Kalaike), ইউকেলেড(Eukelade), S/2010 J1, S/2010 J2, S/2016 J1, S/2003 J18, S/2011 J2, S/2017 J1, S/2003 J19, S/2017 J2, S/2017 J3, S/2017 J5, S/2017 J6, S/2017 J7, S/2017 J8, S/2017 J9, S/2011 J1, S/2003 J2, S/2003 J4, S/2003 J9, S/2003 J10, S/2003 J12, S/2003 J16, S/2011 J3, S/2016 J3, S/2016 J4, S/2018 J2,ম S/2018 J3, S/2022 J2, S/2022 J3, S/2018 J4, S/2021 J1, S/2021 J2, S/2021 J3, S/2021 J4, S/2021 J5, S/2021 J6, S/2022 J1