আমেরিকান দার্শনিক এবং মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস 1895 সালে প্রথম "মাল্টিভার্স" শব্দটি তৈরি করেছিলেন। যদিও তিনি এটি ভিন্ন প্রসঙ্গে ব্যবহার করেছিলেন। মাল্টিভার্স তত্ত্ব অনুসারে আমাদের মহাবিশ্ব অসংখ্য। ধারণা করা হয় যে, ইনফ্লেশনের মাধ্যমে সম্প্রসারিত মহাজাগতিক বুদ্বুদ থেকে আমাদের মহাবিশ্বের মতই অসংখ্য মহাবিশ্ব তৈরী হয়েছে যেগুলো একটা অপরটা থেকে সংস্পর্শবিহীন অবস্থায় দূরে সরে গেছে। স্ট্রিং তত্ত্বিকদের গণনা থেকে জানা গিয়েছে যে, ১০৫০০টির মতো মহাবিশ্বের অস্তিত্ব থাকতে পারে। দীর্ঘদিন ধরে এই তত্ত্বকে যাচাই এবং পরীক্ষণ এর মাধ্যমে সম্প্রতি অনন্ত মহাবিশ্বের কিছু পরীক্ষালব্ধ প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবী করা হয়েছে।
ব্রায়ান গ্রিনের তত্ত্ব অনুযায়ী নয় ধরনের মাল্টিভার্সের মধ্যে রয়েছে কুইল্টেড, ইনফ্লেশনারি, ব্রেন, সাইক্লিক, ল্যান্ডস্কেপ, কোয়ান্টাম, হলোগ্রাফিক, সিমুলেটেড এবং চূড়ান্ত। ধারণাগুলি একাধিক মহাবিশ্বের অস্তিত্ব এবং মিথস্ক্রিয়া ব্যাখ্যা করতে স্থান, ভৌত আইন এবং গাণিতিক কাঠামোর বিভিন্ন মাত্রা অন্বেষণ করে।