সূর্য-প্রদক্ষিণকারী সকল বস্তু পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ থাকে তাকে সোলার সিস্টেম বা সৌরজগৎ বলে। এটি একটি মহাজাগতিক ব্যবস্থা। এটি আমাদের গ্যালাক্সি অর্থাৎ মিল্কিওয়ে গ্যালাক্সি বা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। সমগ্র সৌরজগতের বেশির ভাগ ভর ধারণ করে সৌরজগতের সোলার প্যানেল সূর্য এবং বৃহস্পতি বাকী বেশির ভাগ ধারণ করে।
সৌরজগতের গ্রহ
সৌরজগতের গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
সৌরজগতের গ্রহ দুইভাবে বিভক্ত যথা:
১. ক্ষুদ্র অভ্যন্তরীণ গ্রহ ও
২. বৃহত্তর বহিঃস্থ গ্রহ।
ক্ষুদ্র অভ্যন্তরীণ গ্রহ হলো চারটি যথা: বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল।এগুলি প্রধানত শিলা, ধাতু এবং পাথর দ্বারা গঠিত। চারটি বহিঃস্থ গ্রহ হলো সৌরজগতের বৃহত্তম গ্রহ যথা:বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।এদের দানব গ্রহ বলা হয় কারণ তারা পাথুরে গ্রহের তুলনায় অনেক কম ঘন কিন্তু তাদের আয়তন অনেক বেশি হওয়ার কারণে তাদের ভর অনেক বেশি। সমস্ত আটটি গ্রহ সূর্যের চারপাশে প্রায় বৃত্তাকার কক্ষপথে একটি প্রায় সমতল ডিস্কের মধ্যে ঘোরে যা গ্রহন বলে পরিচিত।