?
হ্যালো? শোনা যাচ্ছে? আমি 'হাঁ' বলছি - টেলিফোনের ওই প্রান্ত থেকে ভেসে আসে মধুর কণ্ঠস্বর ।
হম 'হাঁ' দা বলো কি খবর।কেমন চলছে? উল্টো দিক থেকে জবাব দেয় 'কে ray' ।
হম রে চলছে আস্তে আস্তে। তেলের যা দাম, বাস অটো উড়োজাহাজ এর মতো তো আর চলতে পারেনা আজকাল, তাই টানা রিকশার মতো চলছি। তোর কি খবর 'কে রে' ভাই?
এই হাঁদা-ভোদা পড়ছি আর কি। শুয়ে শুয়ে সারাদিন পড়ছি , বিরক্ত লাগলে শুয়ে পড়ছি। তোমার জরুরি কল হঠাৎ? কি বেপার?
ব্লগ লিখবো - সম্মিলিত প্রচেষ্টা নাম হবে তার। তুই তো লিখিস টিকিস । তাই তোকে ইনভাইট করছি।
কে রে বললো: আমি তো পার্টির হয়ে দেওয়াল লিখতাম। টিকি ফিকি নেই তো! আমি কি পারবো? মাঝে ভোট এলে কিন্তু আমার যিকির দেখা পাবে না, তখন কিন্তু আমার প্রচেষ্টা অন্য দিক এ সম্মিলিত হবে।
হাঁ দা এতেই বেজায় খুশ। লাফিয়ে উঠে বললো - সে ঠিক আছে ভাই। ভোট এলে ভো-কাট্টা হোস, তার আগে প্রো এর মতো চেষ্টা করতে থাক !
তো কি লিখবো?
কেন যা আসবে তাই লিখবি!
কোথায় আসবে? আমার তো ভাড়া বাড়ি। এই এড্রেস এ কিছু আসে না কিন্তু !
এরই না রে ভাই, লেখার চিন্তা যা আসবে তাই লিখবি। এই যেমন ধর বৃষ্টি কেন পরে, ওঠে না; ঝড় কেন ওঠে, পড়ে না; এরকম আর কি। এ ছাড়াও লিখতে পারিস ভ্রমণ কাহিনী। যেমন ধর লোকাল ট্রেন এ যাত্রা করার অভিজ্ঞতা, বা ইউটুবে এ ভার্চুয়াল ভ্রমণ এর ভিডিও দেখে লেখা এই আর কি।
-কিন্তু আমি তো যাত্রা করিনা! তও আবার লোকাল ট্রেন! নাটক করি যদিও মাঝে মাঝে
ওরে কে রে ভাই, এ যাত্রা সে যাত্রা নয়! এর মানে যাতায়াত আর কি। নাটক যে করিস সে তো জানি, তাই তো পলিটিক্স এ জয়েনও করেছিলিস বলেছিলিস। এতো চাপ নিস্ না, পেরে জাবি ।
আচ্ছা হাঁ দা বলছো তো দেখবো চেষ্টা করে। খাতা পেন্সিল নিয়ে ঘুরবো, যা শুনবো লিখবো! চলো তাহলে জলদি একটা লিখে তোমাকে দেখাচ্ছি
------
হাঁ দা, একটা লেখা লিখেসি, যদিও ছোট, কিন্তু তোমাকে শোনাতে চাই, চাই পে চর্চা করতে করতে। আচ্ছা পড়ছি তাহলে: ' আজ সকাল এ হেব্বি শীত পড়েছে মাইরি। পারলে মারি দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম ট্রেন যাত্রা করতে। এই রিকশা, স্টেশন জাবি? কেন জাবি না? মাইরি পারিস ভাই তোরা। তেল কিনতে হয়না তোদের, কিন্তু তেল যে পরিমান দিতে হয় তোদের, খরচ এক ই হয়ে যায় ! শোন ভাই, নিয়ে ছ স্টেশন, এখন আমি ব্লগ লিখছি। তুই হেল্প করলে উপকার হবে।