আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কে প্রভাব করে । আমাদের প্রয়োগশালায় গবেষণার কেন্দ্রবিন্দু হলো: (১) আবেগের স্নায়ুবর্তনী অধ্যয়ন করা, (২) জীবনের অভিজ্ঞতা এবং উপশমকারী বস্তুগুলির (অ্যান্টিডিপ্রেসান্ট) স্নায়ুবর্তনীর উপরে প্রভাবের গবেষণা করা, (৩) মানসিক বেদনা এবং উদ্বেগ সংযুক্ত স্নায়ুবর্তনী কে নিয়ন্ত্রণ করা । আমরা পশু (ইঁদুর) মডেলের মাধ্যমে সেলুলার, এপিজেনেটিক এবং কোষ বিশিষ্ট পরিবর্তনের (যার আচরণের উপরে অবদান থাকে) অন্বেষণ করি। আমরা শৈশব সমালোচনামূলক সময়কালের গুরুত্ব দুর্বলতা এবং সহনশীলতার উপরে পরিবেশগত, ফার্মাকোলজিক্যাল, জেনেটিক এবং ফার্মাকোজেনেটিক হস্তক্ষেপের মাধ্যমে অধ্যয়ন করি । আমরা এই গবেষণার কেন্দ্রে সেরোটোনিন (5-HT), সেরোটোনিন-2A (5-HT2A) রিসেপ্টর ত্ত জীকিউ (Gq) সংকেত (signaling) রেখেছি । অধিকন্তু আমরা মেজাজের ব্যাধি এবং মাইটোকন্ড্রিয়া জৈবজননের মধ্যে পারস্পরিক সম্পর্ক চর্চা করি ।
Credits: Amartya Pradhan