আজ শাখাতে র়ঞ্জিতদা, তাপস, আমি, সৃজা, সন্তু, রূপম শেষে অভিজিত সঙ্গ দিল | বিজেপির পরাজিত প্রার্থী একনও কেন নিজেকে সংঘকার্যকর্তা হিসোবে পরিচয দিয়ে সংঘের কার্যক্রম ফেসবুকে পোষ্ট করছেন বুঝতে পারছি না |
09/07/2021
মোহনজীর বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে | উনি ভারতীয় মুসলিমদের অন্যদেশে যাবার প্রয়োজন নেই বলেছেন, তাতে বজরঙ্গ দলের মতো কিছু হিন্দু সংগঠন নিম্নরুচির আক্রমণ করে পোস্ট দিচ্ছে |
ওনার বক্তব্যের সারবত্তা এটাই যে ভারতের সিংহভাগ মুসলিমদের পূর্বপুরুষ হিন্দু ছিল |তার বক্তব্য যে ভাবনা যেটা ওদের মধ্যেও একটা বিভাজন তৈরী করল |
যেটা আমরা সিন্ধুু সভ্যতা থেকে বহন করছি| ভাষার সাথে সংস্কৃতি জড়িত | যিনি বাঙালী তিনি 5000বছরের ঐতিহ্যকে ধারণ করেন | 1204 সালে বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করল, তখন ইসলামের আক্রমণের একটা বিষয় হল সমস্ত অঞ্চলে তাদের ধর্ম, সংস্কৃতি, স্থাপত্য, শিক্ষা শেষ করে দিয়েছিল |
মুক্ত ত্রিবেণী বাংলায় আছে | সেখানে একটা মসজিদ আছে জাফর খানের | সেখানে পরিষ্কার লেখা আছে এটা কাফেরদের মন্দির ভেঙে তৈরী হয়েছে | আমাদের ইতিহাস সংস্কৃতিকে মুছে দিয়েছেন |
বাংলাদেশে দাবী করতে শুরু করেছেন বাঙালী মানে মুসলমান বাঙালী | 1700 পর্যন্ত ইসলামিক শাসণে আমাদের ধর্ম -সংস্কৃতি - ভাষা ধ্বংস হতে বসেছিল | ব্রিটিশ শাসণে এসে আমরা আবার বাঙালী সংস্কৃতি ভাষা সাহিত্য গড়ে তুলেছিল | কিন্তু এর মধ্যে যে মুসলিম প্রসার |ঘটে গেছে তা প্রায় 50ঃ50 |
হিন্দু মুসলমান মিলন সম্ভব নয় , কারণ ইসলাম এটা চায় না |
1935 সালে কমিউনাল অ্যাক্ট হল | ব্রিটিশরা ভারতে ধর্মের রিপ্রেজেন্ট সুরু করল | আর মুসলিমদের বরাবার ধর্ম আর রাজনীতি একাত্ম | টাউন হলে রবীন্দ্রনাথ প্রথম প্রতিবাদ করলেন | আমি রাজনৈতিক কোন সভায় দীর্ঘকাল আসেননি, তিনি বাঙালী হিন্দুর স্বার্থে এলেন | বুদ্ধিজীবিরা সকলে বললেন যতো ভালো তার 80শতাংশ হিন্দুদের অবদান. অথচ সংখ্যার বিচারে বাংলাকে বিভাজন করা হলে অবিচার হবে |
শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে রবীন্দ্রনাথকে ভাষণ দিতে ডেকেছিলেন | রবীন্দ্রনাথ বাংলায় ভাষণ দেবো বললে ততকালীন বাঙলার মুসলমানরা বয়কট করেছিলেন |
ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স অ্যাক্ট 55শতাংশ মুসলিম রা চেয়ে বসলেন সম্পূর্ণ বাংলা কে পাকিস্থানে নিয়ে যাবার চেষ্টা করে | 1946 এ দাঙ্গা , হিন্দুরা যখন পাল্টা দিল , পিছু হটল | শ্যামাপ্রসাদ হিন্দু জনসভা করে পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য কাজ শুরু করলেন | কেননা , তিনি হিন্দু বাঙালীর একটা হোমল্যান্ড চেয়েছিলেন | আবেদন করলেন , বাঙালী হিন্দুরা এগিয়ে এলেন মেঘনাদ সাহা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় , বাংলার কংগ্রেস, ছিল, কিন্তু কমিউনিস্টরা বিরোধিতা করে |
মুসলিমদের কোটা সংখ্যার ভিত্তিতে বেশী প্রতিনিধি পেন| বাংলার আইনসভা দুভাগ হল, হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গ , আর 1947 এর 20শে জুন, মুসলিম প্রধান পূর্ববঙ্গ , সমগ্র বাঙলার বিধায়করা বসে ঐক্যমত হলেন না | পশ্চিমবঙ্গের 90 জন বিধায়কের 58 জন ভারতে থাকার পক্ষে ভোট দেন, 22জন মুসলিম বিধায়ক একজনও ভোট দেন নি |কমিউনিস্ট জ্যোতিবসু ও আরো দুজন পশ্চিমবঙ্গের পক্ষে, মতুয়া প্রমথরঞ্জন ঠাকুর এবং আরো অনেক তপসিলি বিধায়ক পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন |
বাংলার স্কুলের ইতিহাসে এই কথাগুলো থাকা দরকার | দেগঙ্গা 2009 সালে আক্রমণ হয়েছে | পঃদিবস পালনে একটা বড় কারণ জন্মের ইতিহাস ঘরে ঘরে পৌঁছে দিতে হবে |
80 শতাংশ হিন্দু কমে গেল , তা ফেরাতে হবে | মাদ্রাসা শিক্ষা চললে, অস্তিত্ব থাকবেনা |বাংলাদেশের স্লোগান জয়বাংলা বলে পশ্চিমবঙ্গে ভোট হচ্চে, সেই দলকে হিন্দুর বোট দিচ্ছে | 1971 এর আগে দেড়কোটি, পরে 1কোটি | এতো হিন্দু এসেও 80শতাংশ হিন্দু কমে গেল শুধু অনুপ্রবেশের জন্য , এতো পরিমাণ যে আমারা 30শতাংশ কমে গেছি |
হিন্দু নারীদের উপর অত্যাচার | ধানতলা-বানতলা |
নাগরিকত্ব , আমাদের দেখতে হবে কারা এসেছেন, তাদের ফেরত পাঠাতে হবে | বলবেন গড়বেতার মানুষের এতে কি | যারা ঢুকেছেন, তারা একজায়গায় স্থির নেই, তারা ছড়িয়ে পড়ছে | বামপন্থীরা ও কংগ্রেসীরা ইতিহাস ভুলিয়ে দিয়েছেন | অশোক মিত্র সারা জীবন শ্যামাপ্রসাদ কে গালাগাল দিয়ে গেছেন, তিনি বাংলাদেশের কমিউনিষ্ট নেতা ছিলেন 40 সালে ঢাকায় শ্যামাপ্রসাদের মিটিং এ ঝামেলা করেছিলেন, মাত্র 3 মাস পরে বাংলাদেশ ছেড়ে চলে এলেন শ্যামাপ্রসাদের বাংলায় | শঙ্খ ঘোষ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন, কিন্তু সারা জীবন একটা হিন্দু মেয়ের অত্যাচারের কবিতা লেখেন নি | তসলিমা নাসরীন কে তাড়িয়ে দেওযা হল, আমাদের বিভিন্ন ধর্মগুরুরা কেউ যেয়ে বলেন নি, আশ্রয় দেওয়া আমাদের ধর্ম |
ঢাকা বিমানবন্দরের নাম আজ শাহজালাল, যিনি পীর সেজে বহু হিন্দুকে হত্যা করেছিলেন |
বাঙালী হিন্দুর কথা ছড়িয়ে দিতে হবে, কতগুলো নতুন ধারণা চাই , 371 ধারা আনতে হবে, নাগাল্যান্ডে নাগারা সংখ্যালঘু নয়, কিন্তু অন্য কেউ জমি কিনতে পারবেন না | আমাদের এরকম বিশেষ কোন অধিকার অর্জন করতে হবে |
1950 এ পাঞ্জাবে জনবিনিময় হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে হয় নি | বাঙালীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেন গান্ধী আর নেহেরু |
সব ধর্মীয় সংস্থাকে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে | আমাদের এইসময় রাজনৈতিক হিন্দু হতে হবে |
ফজলুল হক পরে দেড় বছর মন্ত্রীসভ করেছিলেন বেঙ্গল প্রোগ্রেসিব লিগ করে, প্রথমে মুসলীম লিগ করেছিল |