নতুন শিক্ষাক্রমের শিক্ষা উপকরণ বলতে মূলত নতুন শিক্ষা কৌশলকে বোঝানো হয়েছে। পুরাতন শিক্ষাক্রমে শিক্ষা উপকরণ ছিল শুধুমাত্র পাঠ্যবই। নিঃসন্দেহে বই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ। তবে নতুন কারিকুলামে নতুন শিক্ষা উপকরণ হিসাবে পাঠ্যবইয়ের সাথে আরও যুক্ত হবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছবির পাঠ, বর্ণধাধা, ভূমিকাভিনয়, বিতর্ক, গল্প বলা ও শোনার খেলা, প্রেজেন্টেশন, প্রজেক্ট শিক্ষা ভ্রমণ, বক্তৃতা ইত্যাদি। অর্থাৎ নির্দিষ্টভাবে বলতে গেলে নতুন শিক্ষাক্রমের শিক্ষা উপকরণ এগুলোকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। নতুন পাঠ্যবই, পোস্টার প্রেজেন্টেশন ও দলগত ব্যবহারিক কাজ।
আমাদের বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজটি সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এই প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন করা হচ্ছে, যাতে আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারে এবং পরিবর্তিত শিক্ষাব্যবস্থার সাথে দ্রুত অভ্যস্ত হতে পারে।
১. প্রাথমিক প্রস্তুতি
নতুন কারিকুলাম বাস্তবায়নের প্রথম ধাপ হলো প্রাথমিক প্রস্তুতি। এই ধাপে, আমাদের বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষাবিদরা নতুন কারিকুলামের বিষয়বস্তু এবং এর প্রয়োগের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করেন। শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং কারিকুলামের মূল দিকনির্দেশনা সম্পর্কে তাদের সম্পূর্ণ ধারণা প্রদান করা হয়।
২. শিক্ষকদের প্রশিক্ষণ
কারিকুলামের কার্যকর বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ অপরিহার্য। আমাদের বিদ্যালয়ে শিক্ষকদের জন্য বিশেষ কর্মশালা এবং প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, যেখানে তারা নতুন কারিকুলামের পদ্ধতি, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন। এ প্রশিক্ষণ কর্মশালাগুলোতে শিক্ষকদের নতুন পাঠ্যবই, শিক্ষণ কৌশল, এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আমাদের গর্বের বিষয় এই যে, আমরা সফলভাবে সরকার নির্দেশিত এই নতুন কারিকুলাম টিকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি ।নতুন শিক্ষাক্রমে মডেল একাডেমীর শিক্ষার্থীরা তাদের একটি পূর্ণ শিক্ষা বছর পূরণ করেছে। তোর অনুভূতিও ছিল দেখার মত। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও মেধাকে ব্যবহার করে প্রত্যেকটি হাতের কাজ, একক ও দলীয় বিভিন্ন কাজ, এবং বাড়ির কাজগুলো খুবই সুন্দর ও আকর্ষণীয় ভাবে করতে পেরেছে। এবছর অষ্টম এবং নবম শ্রেণীতেও এই নতুন শিক্ষাক্রমটি যোগ করা হয়েছে; এবং অতি আনন্দের বিষয় হচ্ছে—শিক্ষার্থীরা এ বছরও নিজেদের গুণগুলোকে ব্যবহার করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছে। যা আমাদের একটি বড় অর্জন।