গুণগত মান ও মানবিক শিক্ষায় মডেল একাডেমি সবার নজর কেড়েছে। ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২২ সনে জাতীয় শিক্ষা সপ্তাহে মিরপুর শিক্ষা থানার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে মডেল একাডেমি । দীর্ঘদিন ধরে মডেল একাডেমি শিক্ষামূলক, সহ-পাঠ্যক্রমিক, বহুবিধ ট্রেনিং, সেমিনার, জাতীয় দিবস উদযাপন, সরকারী নির্দেশনা বাস্তবায়ন, নানা প্রতিযোগিতায় অংশগ্রহণসহ সরকারী ও বেসরকারি সকল জাতীয় প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করে আসছে। অভিভাবকরা যে আস্থা ও বিশ্বাসের সাথে তাদের সন্তানদের আমাদের কাছে অর্পণ করেছেন, আশা করি এই বিদ্যালয়টি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
"জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩" জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মডেল একাডেমির সুযোগ্য সুদক্ষ এবং সম্মানিত প্রধান শিক্ষক জনাব শুভাশীষ কুমার বিশ্বাস মহোদয়
মিরপুর শিক্ষা থানার আয়োজনে ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ ছেলে ফুটবল ফাইনাল এ মডেল একাডেমি বনাম শেরে বাংলা গভর্মেন্ট এর সাথে ১-১ গোল এড্র করে । ট্রাইব্রেকারে মডেল একাডেমি ৪-১ গোল এ জয়
গতবছর দুর্নীতি প্রতিরোধ কমিটির মিরপুর অঞ্চলের ব্যবস্থাপনায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডেল একাডেমির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা জনাব জুয়েনা আজিজ বর্তমান মাহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গভবনে এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করে মডেল একাডেমির দুই হলদে পাখি নুফাইসা আলম ওয়াসি ও হুমায়রা রহমান আমিরা
মিরপুর শিক্ষা থানা কর্তৃক আয়োজিত ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মডেল একাডেমির মেয়ে ফুটবল দল রানার্সআপ হয়
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩" জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে মডেল একাডেমির শিক্ষার্থী শ্রেষ্ঠা সরকার
"জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪" মহানগরী পর্যায়ে একক বিতর্কে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরিফা সিদ্দিকা ওহী শ্রেষ্ঠ
পরপর ছয়বার মিরপুর শিক্ষাথানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মডেল একাডেমি
৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মিরপুর ও শেরেবাংলা নগর থানা নিয়ে গঠিত মিরপুর শিক্ষা থানায় মডেল একাডেমির শিক্ষার্থীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন সহ টেবিল টেনিস এবং এ্যাথলেটিকস এ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে মোট ২৪টি পদক লাভ করেছে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কর্তৃক সার্বিক ব্যবস্থাপনায় ২৮ তম পোলার আইসক্রিম আন্ত স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩ ম্যাচে মডেল একাডেমির সাফল্য।
মডেল একাডেমিতে জনপ্রিয় টিভি শো "টিফিনের ফাঁকে" এসেছিল।এই শোটি Ntvতে প্রচারিত হয়েছিল । এই শোতে মডেল একাডেমির শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হয়। এতে ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায় এবং বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হয়।