মডেল একাডেমি
"একটি আদর্শ উচ্চ বিদ্যালয়"
"একটি আদর্শ উচ্চ বিদ্যালয়"
Welcome To Model Academy
উন্নত দেশের জন্য মানসম্মত শিক্ষা একটি পূর্বশর্ত। 'মানসম্পন্ন শিক্ষাই সুনাগরিক তৈরি করে'- এই স্লোগানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিদ্যালয়ের মূলমন্ত্র। আলোকিত নাগরিক তৈরির লক্ষ্যে এই যাত্রা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, শিক্ষার উন্নয়নের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিঃসন্দেহে সেই শিক্ষিত জাতিই হবে উন্নয়নের উৎস।
আমাদের বিদ্যালয়টি কেন আদর্শ ?
*শিল্প-সাহিত্যের জ্ঞানচর্চা ব্যতিরেকে শিক্ষার্থীদের মানবীয় গুণাবলির বিকাশ সম্ভব নয়। বর্তমান বিশ্বে একজন যোগ্যতর মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সৃজনশীলতার মন বিকল্প নেই। করোনা কালীন সময়েও আমাদের বিদ্যালয়ে বন্ধ থাকায়ও অনলাইন ক্লাস নেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়েছিল । করোনা কালীন দুর্যোগ কাটিয়ে শিক্ষার্থীরা আগের মতো আবার শিক্ষার মূল ধারায় ফিরে আসতে পেরেছিলো ।*
*পুস্তকলব্ধ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্বীয় মেধার যে স্বাক্ষর রেখে চলেছে তাতে অদূর ভবিষ্যতে প্রত্যেকে এক-একজন যোগ্য বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।*
*বিদ্যালয়েটিতে প্রতিবছর একটি কলকাকলী প্রকাশ করা হয় । স্কুল ম্যাগাজিন যেমন কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুযোগ করে দেয়, তেমনি এতে শিক্ষা প্রতিষ্ঠানের বিগত বছরগুলোর কার্যক্রম ও শিক্ষার্থীদের কৃতিত্বের বিবরণও প্রতিফলিত হয়। সৃজনশীল শিক্ষার বিস্তার বর্তমান সরকারের একটি অন্যতম লক্ষ্য। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে মডেল একাডেমি কর্তৃক প্রকাশিত বার্ষিকী “কলকাকলী” শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। *
*শিক্ষার্থীর মাঝে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, স্বপ্ন-কল্পনা, শৈল্পিক জীবনবোধ, কলাকৈবল্য, মননশীলতা, নৈতিক জীবনবোধ ও ভবিষ্যৎ কৃতকর্তব্যের বিস্তার ঘটাতে সদা তৎপর। এই বৃহৎ উদ্দেশ্য ও লক্ষ্যের বার্ষিক প্রতিবিম্ব স্বরূপে ‘কলকাকলী' স্মরণিকা প্রকাশ করা হয় ।
শুভেচ্ছা বাণী
মডেল একাডেমির গতিশীল শিক্ষাব্যবস্থা ও সার্বিক উন্নয়নের চালিকা শক্তির অংশ হতে পেরে সত্যিই গর্বিত। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বসবাস করে, আমাদের শিক্ষা খাত প্রতি দিনের তথ্য ও যোগাযোগের বৈশ্বিক পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়।
পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনীতে অবস্থিত মডেল একাডেমি তার আভিধানিক অর্থে উদ্বুদ্ধ একটি আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৯৭৮ সনে অত্র এলাকার কিছু সমাজ হিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী
আমাদের স্কুলে ভর্তির প্রক্রিয়া সহজ ও প্রয়োজনীয় তথ্য সম্পন্ন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে উৎসাহিত করে উন্নত শিক্ষার সুযোগ প্রদানই আমাদের মূল লক্ষ্য।
ভর্তির যোগ্যতা:
শিক্ষাগত ফলাফল: শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির পরীক্ষার ফলাফল গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
বহিরঙ্গন কার্যক্রম: একাডেমিকের পাশাপাশি বহিরঙ্গন কার্যক্রমেও শিক্ষার্থীদের দক্ষতা বিবেচনা করা হয়।
আবেদন প্রক্রিয়া:
ফর্ম পূরণ: অনলাইন বা অফলাইন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: নির্ধারিত কাগজপত্র ফর্মের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে।
বাছাই প্রক্রিয়া: সংক্ষিপ্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
ভর্তি সময়ের গুরুত্বপূর্ণ তথ্য:
ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: (নির্ধারিত তারিখ)।
ভর্তি পরীক্ষার তারিখ: (নির্ধারিত তারিখ)।
কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ: (নির্ধারিত তারিখ)।
যোগাযোগের জন্য:
স্কুল অফিস ফোন নম্বর: 48034412
ইমেইল আইডি: Modelacademy1978@yahoo.com
• Social Platforms •