শুভ শুভ শুভ দিন
ছাত্রশিবিরের জন্ম দিন
এসে নবীন দলে দলে
ছাত্রশিবিরের পতাকা তলে
শিবিরের অপর নাম
আদর্শের সংগ্রাম
টেকনাফ থেকে তেতুলিয়া
শিবির আছে দেশ জুড়িয়া
রূপসা থেকে পাথুরিয়া
শিবির আছে দেশ জুড়িয়া
এসে নবীন ভয় নাই
শিবিরে সন্ত্রাস নাই
শুভ শুভ শুভ দিন
ছাত্রশিবিরের জন্ম দিন
আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার শপথনিন
ছাত্র শিবিরে যোগ দিন।
সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার শপথ নিন
ছাত্রশিবিরে যোগ দিন।
এবারের র্যালি ও অন্যান্য প্রোগ্রামের ফেস্টুনে ব্যবহার করার মতো কিছু স্লোগান-
১।
ছাত্রশিবির গড়বে ঠিক
সৎ দক্ষ দেশপ্রেমিক
২।
বাংলাদেশের প্রান্ত জুড়ে
শিবির জ্ঞানের চর্চা করে
৩।
সৎ এবং মেধাবী
গড়বে দেশের আগামী
৪।
জ্ঞানের আলোয় লড়বে
দেশটা শিবির গড়বে
৫।
সৎ দক্ষ দেশপ্রেমিক
শিবির তোমায় গড়বে ঠিক
৬।
জ্ঞান এবং প্রশিক্ষণ
দেশের বড় প্রয়োজন
৭।
দেশকে ভালো রাখতে হলে
সৎ পথে চলতে হবে
৮।
শিবির করছে আহ্বান
হতে হবে চরিত্রবান
৯।
দেশের জন্য দিতে প্রাণ
ছাত্রশিবির অফুরান
১০। দেশ ও জাতির কল্যাণে,
শিবির থাকবে সংগ্রামে!