Message from Hon'ble President

বিশ্ব পরিবেশ দিবস

আজ বিশ্ব পরিবেশ দিবসে

এটাই হোক চিন্তা

আমরা মোটেই চাইবো না হতে

বিশ্ব পরিবেশ হন্তা।

বিশ্ব উষ্ণায়ন বন্ধ করতে

জ্বালানী খরচ কমাবো

বৃক্ষ ছেদন বন্ধ করে

নতুন বৃক্ষে প্রকৃতি সাজাবো।

সমস্ত দূষণের শেষ ঘটাতে 

পদক্ষেপ গ্রহণ করব

বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার

করতে সচেষ্ট থাকব।

গণমাধ্যমে ছড়িয়ে দেবো

পরিবেশ বাঁচানোর শিক্ষা

সকলেই তখন এগিয়ে আসবে

করতে পরিবেশ রক্ষা।

প্রকৃতি ও পরিবেশ সুন্দর হবে

এটাই মোদের আশা

প্রকৃতির প্রতি উঠবে জেগে

এক অফুরান ভালোবাসা।

 Prof. Subrata Roy (5th June, 2024)

বিশ্ব পরিবেশ দিবসের  ভাবনা

বিশ্ব পরিবেশ দিবসে এটাই হোক মূল চিন্তা

আমরা মোটেই চাইব না হতে বিশ্ব পরিবেশ  হন্তা।

পরিবেশে কোনো ভাবেই ঘটাবো নাকো দূষণ

নির্বিচারে কভু তারে করবো নাকো শোষণ।

জল মাটি বাতাসকে সদা নির্মল রাখবো

জীব জগৎকে বাঁচিয়ে নিজেরাও ঠিক বাঁচবো।

বনাঞ্চলের প্রসার ঘটাতে পদক্ষেপ ঠিক নেবো

বাস্তু তন্ত্রের সংকোচন রোধে সদাই সচেষ্ট হবো।

পরিবেশ সম্পদকে অযথা করবো নাকো নষ্ট

তাহলে আমাদের পেতে হবে সদা নিদারুণ কষ্ট।

কঠিন তরল সব বর্জ্যকে নিয়ন্ত্রণে ঠিক রাখবো

স্বাস্থ্য বিধি মেনে মোরা জীবন পথে চলবো।

মোদের এই প্রচেষ্টায় সুন্দর হবে পরিবেশ

জগৎ জুড়ে ছড়িয়ে যাবে আনন্দেরই রেশ 

 Prof. Subrata Roy (5th June, 2023)

বিশ্ব জীব বৈচিত্র্য দিবস 

বিশ্ব জীব বৈচিত্র্য দিবস আজ

এখন সংরক্ষণই মোদের হবে প্রধান কাজ।

এ বিশাল জীবজগতে ছড়িয়ে আছে বৈচিত্র্য সব যত

তাদের রক্ষা করাই হবে মোদের প্রধান ব্রত।

উদ্ভিদ প্রাণী অনু জীবে করবো মোরা রক্ষা

বিশ্ব জুড়ে ছড়িয়ে দেবো সংরক্ষণের শিক্ষা।

জীব বৈচিত্র্য কে মোরা করবো না মোটেই ধ্বংস

আমরা কভু চাই না হতে কলি যুগের কংস।

ধ্বংস নয় সংরক্ষণই হোক মোদের জীবন বাণী

জীব জগতে অযথা ঘটাবো না কোন ভাবে ক প্রাণহানি।

প্রয়োজনে বা লোভের তাগিদে জীব জগৎকে করবো না 

মোরা জয় এ বিশ্ব সত্যিই হবে চির আনন্দময়

Prof. Subrata Roy (May 22, 2023)

রবীন্দ্রনাথকে

কবি তুমি শিল্পী, তুমি নাট্য ও গীতিকার

তোমার রচিত গানে মেলে আনন্দ সম্ভার।

তোমার সৃষ্ট নৃত্য নাট্যে  দেখি অপরূপ ছন্দ

যা এনে দেয় উৎসুক মনে এক অনাবিল আনন্দ।

তোমার রচিত উপন্যাসে দেখি নুতন দিনের আশা

প্রবন্ধের মাঝে মেলে যেন এক নব চিন্তার ভাষা।

অঙ্কনে এক নতুন দিগন্তের খুলেছ তুমি দ্বার

অনন্য তোমার চিত্রকলা যা জিতেছে মন সবাকার।

সংগঠকের ভূমিকায় দেখি তোমার বিশাল মন

বিশ্ব মাঝারে সৃষ্টি করেছো এক অনন্য শান্তিনিকেতন

নিখিল বিশ্বে শুনিয়েছ তুমি প্রেমের জয়গান

শান্তির বাণীতে ধ্বনিত হয়েছে মহামিলনের তান।

পরাধীনতার শৃঙ্খল মোচনে উতলা হয়ে ছে প্রাণ

তোমার রচিত দেশগানে শুনি স্বাধীনতার জয়গান।

এই সহস্রাব্দের শ্রেষ্ঠ কবি তুমি হেলায় বিশ্ব করেছো জয়

তোমার রচিত গানে ও কবিতায় মেলে এক অনন্য পরিচয়।

এই ঋষিকল্প কবির সৃষ্টিতে সদা উদ্ভাসিত প্রাণ

আজ শুভদিনে অর্পণ করি হৃদয়ের শ্রদ্ধা ও সম্মান

অধ্যাপক সুব্রত রায় (২৫ শে বৈশাখ,১৪৩০)