মহামায়া লেক মিরসরাই ফটো শরিফ আলম
মহামায়া লেক মিরসরাই ফটো শরিফ আলম
শিক্ষা সফর মহামায়া লেক মিরসরাই চট্টগ্রাম - শরিফ আলম
৩০ মে’২০২২ইং আমদের প্রিয় সরকারি সফর আলী কলেজ থেকে আমাদের শিক্ষা সফর এ নিয়ে যায় চট্টগ্রাম এর মহামায়া লেক সীতাকুণ্ডে। আমি সহ আমার কিছু সংখ্যক বন্ধুরা একসাথে সফর এ যাই তার মধ্যে আরিফুল ইসলাম,শাওন হাসনাত, মাহমুদুল, জুনায়েদ, তানভীর, ফাইজুল্লাহ,রিয়াদ,শুভ,রিফাত,জাহিদ,আশরাফুল,দিগন্ত,সোহাগ আরও অনেকে সবাই একসাথে রওনা হই। সকাল বেলা সবে মাত্র যাত্রা শুরু করলাম। ঘড়িতে সময় তখন সকাল ৮টা ২৬ মিনিট। সকাল বেলা রাস্তা-ঘাট ছিল ফাঁকা। তাই পথে কোন জট পড়লো না। গাড়ি ছুটে চলেছে প্রাকৃতি নৈসর্গে ভরা মহামায়ার দিকে, সামনের দিকে চলছেই আর চলছে। এরইমধ্যে আড্ডা শুরু হয়ে গেল একে অপরের সাথে। সাথে চললো প্রিয় বন্ধু গুলোর সাথে মজার মজার সব জোক্স। আমরা সব বন্ধুরা মিলে অনেক মজা করলাম ,গান গাইলাম ,নাচ করলাম । যদিও আমাদের মাঝের সব থেকে কম গান ,নাচ পারি আমি । কিন্তু এগুলোর জন্য শুভ,রিফাত,আরিফ ছিল নাম্বার ওয়ান ।
সকাল ৮.২৬ এ আমরা আমাদের গন্তব্যরের জন্য যাএা শুরু করি। আমি এবং আমার সাথে বন্ধুরা সবাই কলেজে আসি ৭ টা বাজে। তখন আমরা কিছুই খাইনি। গাড়িতে ওঠার আগে প্লেন ছিলো সবাই হোটেলে খেয়ে নিবো। কিন্তু আমাদের বন্ধু আরিফ আমাদের কে বলে সকালে নাস্তা নাকি কলেজ থেকে খাওয়াবে। আমরা কিছু না খাইতাম। এবং আমরা তার কথা মতো কিছু না খেয়ে মহামায়ার উদ্দেশ্যে রওয়ানা দেই। কিন্তু পরে আর আমাদের কলেজ থেকে সকল এর নাস্তা করানো হয়নাই।
সকল বন্ধুরা এক ফ্রেমে বন্দি সেলফি শরিফ আলম
যে মহামায়ার উদ্দেশ্য আমাদের গাড়ি ছুটে চলেছে সে মহামায়া সম্পর্কে ব্লগার ও পাঠকদের কিছু বর্ণনা দিই। এটি মূলত একটা সেচ প্রকল্প এবং কাপ্তাই লেকের পরে বাংলাদেশের ২য় বৃহত্তম লেক। প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধাণে পরিচালনাধীন। এটি চট্টগ্রাম জেলার প্রবেশদ্বার মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের প্রায় দেড় কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকল্পের পুরো নাম- মহামায়া ছড়া সেচ সম্প্রসারণ প্রকল্প। ২০০৬-০৭ অর্থবছর থেকে শুরু করে ২০০৯-১০ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়িত হয়। এতে ব্যয় হয় প্রায় ২৬ কোটি ২৩ লক্ষ টাকা। এই প্রকল্পের মধ্যে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও রাবার ড্যাম। লেকের আয়তন ১১ বর্গ কিলোমিটার। লেকে চাইলে আপনি সাতার কাটতে পারেন এবং ইঞ্জিন চালিত নৌকায় চড়তে পারেন। সাতার কাটার সময় তীরের আসে-পাশে থাকা ভালো। কারণ লেকের পানি সাধারণত ভারী হয়ে থাকে, যার ফলে যে কেউ সামান্য সাতার কাটার পর দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রকল্পের এলাকায় যে পাহাড়ি ঝর্ণা রয়েছে সেটিতে আপনাকে ইঞ্জিন চালিত নৌকার সাহায্যেই যেতে হবে। ভাড়া গুনতে হবে জনপ্রতি ৪০ টাকা (যাওয়া-আসা)।. সংখ্যায় যদি বেশি থাকেন তাহলে একেবারে যাওয়া-আসার জন্য রিজার্ভ ভাড়া করা ভালো। এক্ষেত্রে ভাড়া গুনতে হবে প্রায় ৪০০-৪৫০ টাকা। সময় বেশি লাগেনা, যাওয়া-আসায় ২৫-৩০ মিনিটের মত লাগে। এককথায় বলতে গেলে যারা লেক, পাহাড়, ঝর্ণা এই তিনটি একসাথে ভালবাসেন তাদের জন্য একটা আদর্শ জায়গা এই মহামায়া প্রকল্প। অর্থাৎ মহামায়া একটি সেচ প্রকল্প হলেও এতদ অঞ্চলের আকর্ষণীয় পর্টযন স্পট হিসেবে ইতিমধ্যে গড়ে উঠেছে এট
নৌকাতে চড়ে দুই বন্ধু গান গাচ্ছিলাম সেলফি শরিফ আলম
ছোট বড় প্রায় অসংখ্য পাহাড়ের মাঝখানে অবস্থিত চট্টগ্রাম মিরসরাই এর মহামায়া লেক। চার দিকে শুধু সবুজ পাহার আর পাহর যার অপরুপ সুন্দর্য আপনার মন ছুয়ে যাবে। অনেক উচু উচু পাহাড় এর অবস্থান এর মহামায়া লেক এ। লেকের ভিতরে আপনারা খারাপ পাবেন না। কিছু হালকা খাবার পাবেন, রুটি,কেক,পানি ইত্যাদি যার মূল্য বেশি রাখা হয়। তাই আপনারা চাইলে বাহির থেকে খারাব খেয়ে আসতে পরেন বা সাথে খাবার নিয়ে আসতে পারেন। মহামায়া লেক মিরসরাইএ আমরা আসি দুপুর ১ টা বাজে। আমাদের খাবার রেডি হতে হতে বেজে যায় বিকাল ৪ টা তখন আমরা সবাই ঘুরাঘুরি বাদ দিয়ে খাবার খেতে চলে আসি। এবং আমরা থাবার থেয়ে হালকা ঘুরে বাসার উদ্দেশ্য রওনা হই। চট্টগ্রাম মিরসরাই এর মহামায়া লেক এ যাওয়ার সময় আমার মাথা টা হালকা ব্যাথা ছিলো যার কারনে আমি যাওয়ার সময় চিল করতে পারি নাই। কিন্তু আসার সময় অনেক মজা করি আমরা সবাই মিলে বাসে। এবং মাঝ পথে এসে আমাদের ঘাড়ির চাকা নষ্ট হয়ে যায়। তখন সন্ধা ৬ টা বাজে। এবং এই ফাকে আমি এবং আমার বন্ধু রা মিলে হালকা কিছু খেয়ে নেই। এবং প্রায় ১ ঘন্টা পরে আমাদের ঘারি ঠিক হয় এবং আমাদের বাসার আসতে প্রায় ৪/৫ ঘন্টার সময় লাগে। আমরা রাত ১২.২৭ মিনিট বাসায় এসে পৌছাই।
মহামায়া লেক চট্টগ্রাম ফটো শরিফ আলম
পুরো টুর টা নিয়ে আমার একটি ভিডিও করা আছে আপনারা চাইলে যেই ভিডিও টি দেখে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন Sharif Alam বা Play Now বাটন টিতে ক্লিক করুন। তাহলেই ভিডিওটি দেখে আসতে পারবেন। আর কেউ যদি চাই চট্টগ্রাম মিরসরাই এর মহামায়া লেক সীতাকুণ্ডে যাওয়ার জন তাহলে আমার এই
মহামায়া লেক ভ্রমণ গাইড - শরিফ আলম ব্লগ টি দেখতে পারেন এখানে মহামায়া ভ্রমন এর সঠিক গাইডলাইন দেওয়া আছে ধন্যবাদ।
আপনি চাইলে সোসাল মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেন -
ফেসবুক - Sharif Alam
ইনস্টাগ্রাম - Sharif Alam