প্রবেশ পথ দিয়ে ঢুকতেই চোখে পড়বে চমৎকার ঝরনার খেলা। দেশের গানের সঙ্গে পানির এই খেলা আপনাকে মুগ্ধ করবেই। মূল ভবনের ভেতরে ঢোকার পর আপনি হারিয়ে যাবেন ইতিহাসের বাঁকে বাঁকে। কোথাও সাহসী সেনার চ্যালেঞ্জ গ্রহণ আপনাকে বিস্মিত করবে, কোথাও আবার তাদের অর্জন করবে গর্বিত। বলছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের কথা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন অর্জন ও গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে চাইলে ঘুরে আসতে পারেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে। শিশুদের জন্যও বেশ শিক্ষণীয় স্থান হতে পারে জাদুঘরটি।