বাংলার পিরামিড ফটো শরিফ আলম
বাংলার পিরামিড ফটো শরিফ আলম
ভারতের তাজমহলের পর এবার বাংলাদেশে তৈরি হলো মিশরের পিরামিড। বিশিষ্ট মুক্তিযুদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি মিশরের পিরামিড দেখে ভালো লাগার ফলে তার আদলে বাংলাদেশে এই পিরামিড তৈরি করে। যা গত ১৩/০১/২০১৬ তে উদ্ভোদন করা হয় এবং ১৫/০১/২০১৬ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
পিরামিড এর পাশাপাশি জায়গাটিকে সুটিং এর জন্য উপযুক্ত করে বানানো হয়েছে। ভিতরে আছে একটি সিনেমা হল যেখানে বিভিন্ন বাংলা ছায়াছবি প্রদর্শনী করানো হয় বিকেল ৩ টা থেকে।
এর পাশেই আছে সুটিং স্টুডিও, যার ভিতরে শুটিং এর জন্য বিভিন্ন আঙ্গিকে সাজানো গুছানো আছে বিশেষ করে পূর্বের দিনের রাজা বাদশা আমলের আদলে। দেখতে বেশ ভালোই। এর বিপরীত পাশেই আছে সেই আকর্ষণীয় নকল পিরামিড টি। ভিতরে প্রবেশের জন্য রয়েছে সিঁড়ি, যা মোটামুটি এক তলার মত নিচে নেমে গিয়েছে। আর সেখানেই দেখতে পাবেন মিশর পিরামিডে রক্ষিত মমির ডামি মমি ৭ টি। এছাড়াও দেখতে পাবেন রাজা,রানীদের বিভিন্ন পোশাক, অলংকার ও তাদের যুদ্ধে ব্যবহৃত অন্ত্র। একদিক দিয়ে প্রবেশ করে পুরো পিরামিড টি মৃদু বাহারী আলোয় ঘুরে ঘুরে অন্য দিক দিয়ে বেরিয়ে আসতে পারবেন।
পিরামিডের ডান দিকেই পাবেন একটি সুন্দর টিনের বাড়ি অনেক সুন্দর নকশা খচিত যা সুটিং এর জন্য বানানো হয়েছে। এই সব গুলোই মাত্র ৫০ টাকা টিকেটের বিনিময়ে দেখা যাবে। এছাড়াও আরো কিছু সুটিং স্পট বানানোর কাজ প্রক্রিয়াধীন আছে এখনো।
এছাড়াও এর খুব কাছেই রয়েছে বাংলার তাজমহল, চাইলে সেখানেও ঘুরে বেড়াতে পারেন।অথবা দু মিনিট পায়ে হাটলে বেড়াতে পারবেন ফানল্যান্ড শিশু পার্ক।
ঢাকা থেকে রূপসী/বরপা/গাউছিয়া/নরসিংদী/সিলেটের বাসে করে বরপা বাসস্ট্যান্ড নামুন,ভাড়া নিবে ২০-৩০ টাকা। বরপা থেকে লোকাল সি এন জি পাবেন ভাড়া নিবে ১৫ টাকা যেতে সময় লাগবে ১০-১৫ মিনিট, রাস্তা ভালো।
এছাড়া ঢাকা থেকে সোনারগাঁ/মেঘনা/দাউদকান্দি/কুমিল্লা বাসে করে মদনপুর নামুন, ভাড়া নিবে ২০-৩০ টাকা। মদনপুর থেকে ডিরেক্ট সি এন জি নিয়েও যেতে পারবেন পেরাবো গ্রামের এই পিরামিড দেখতে। মদনপুর এর পর রাস্তা বেশ ভাংগা।
সবচেয়ে সহজ হয় বরপা বাসস্ট্যান্ড হয়ে গেলে।
বাংলার তাজমহল যেখানে সেখান থেকে ১ মিনিট হেটে গেলেই দেখা মিলবে এই পিরামিড এর।
ঢাকার কাছাকাছি দিনে দিনে ঘুরে আসার জন্য পারফেক্ট এই পেরাব গ্রাম। যেখানে আপনি পিরামিড,বাংলার তাজমহল,ফানল্যান্ড পার্ক সহ গ্রাম ঘুরে বেড়াতে পারবেন অনায়াসে।
রাজমনি পাখির মেলা ফটো শরিফ আলম
পিরামিডের প্রবেশ টিকেট
বাংলার পিরামিড প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। তাজমহল এবং পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয়। জনপ্রতি প্রবেশ টিকেটের মূল্য ১৫০ টাকা। সবচেয়ে কম খরচে মাএ ১৫০ টাকা দিয়ে আপনারা ২ টি স্থান ঘুরে আসতে পারবেন। আপনি যদি মনে করেন শুধু তাজমহল যাবেন, পিরামিড যাবেন না তাও আপনাকে ১৫০ টাকা দিয়েই টিকেট কাটতে হবে। এবং আপনি যদি ২ টি স্থানে যান তাও ১৫০ টাকা দিয়েই টিকেট কাটতে হবে।