ভারতের আগ্রার তাজমহলের কথা তো সবাই জানেন। সেটার অনুকরণেই নারায়ণগঞ্জে শিল্পপতি চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অবস্থিত এটি। এটি তৈরি করতে প্রায় ৫ বছর সময় লাগে এবং এটি ব্যক্তি-মালিকানাধীন। এটি প্রায় ১৮ বিঘা জমির উপর অবস্থিত। আশেপাশে আরও ৫২ বিঘা জমি আছে পর্যটনের জন্য। এখানে দেখা যাবে চারপাশের সুন্দর আর মনোরম পরিবেশ, হাজার হাজার নাম না জানা পাখির কিচিরমিচির করা বিকেল আপনার মন ভালো করে দিবে।
বাংলার তাজমহল
শরিফ আলম
ঢাকা থেকে বাংলার তাজমহলের যাতায়াতের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার।এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁয়ের যেকোনো ইঞ্জিনচালিত বাস করে মদনপুর বাসস্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি অটোরিকশা,কাভার্ডভ্যান ইত্যাদি যানবাহনের মাধ্যমে জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা ভাড়ায় তাজমহল দেখতে যাওয়া হয় এবং ৩০০ ফিট রাস্তা দিয়ে ভুলতা এসে সেখান থেকে ৮০ থেকে ১০০ টাকা ভাড়া অটোরিক্সার হিসাব নিয়ে তাজমহলে যাওয়া যায়। এছাড়া ভৈরব নরসিংদী মূল সড়কের বাসস্ট্যান্ডের নামে সিএনজিতে করে বাংলার তাজমহল দেখতে যেতে পারবেন ।
বাংলার তাজমহল প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। তাজমহল এবং পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয়। জনপ্রতি প্রবেশ টিকেটের মূল্য ১৫০ টাকা। সবচেয়ে কম খরচে মাএ ১৫০ টাকা দিয়ে আপনারা ২ টি স্থান ঘুরে আসতে পারবেন। আপনি যদি মনে করেন শুধু তাজমহল যাবেন, পিরামিড যাবেন না তাও আপনাকে ১৫০ টাকা দিয়েই টিকেট কাটতে হবে। এবং আপনি যদি ২ টি স্থানে যান তাও ১৫০ টাকা দিয়েই টিকেট কাটতে হবে।
তাজমহল প্রবেশ টিকেট