২০২১ হতে বর্তমান
সাম্প্রতিক অবস্থা
২০২১ সালের পর এখন পর্যন্ত মডেল একাডেমিতে বহু উন্নয়নমূলক কাজ সাধিত হয়েছে।
যেমন ভবন ২ এ একটি নান্দনিক শিক্ষক কক্ষ (টিচার্স রুম), ২ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সাইন্স ল্যাব, আর্ট গ্যালারি; ভবন ৩ এ হৃদয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, ডাক্তার কক্ষ, লিফ্ট ও আরো অনেক ছোট বড় উন্নতি সাধিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ৪র্থ আরেকটি ৬ তলা ভবন নির্মাণ কাজ চলছে।