২০১৪ হতে ২০২০
ধারাবাহিক উন্নতি পর্ব
২০১৩ হতে ২০১৪ এর ছোট বড়ো অনেক উন্নয়নের পর ২০১৫ সালে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি বহুতল ছয় তলা ভবন নির্মাণে উদ্যোগ গ্রহণ করে।
তবে এটি সিদ্ধান্ত নেয়া হয় যে, এটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। এবং কোনো প্রকার বিলম্ব না করে ২০১৬ সালেই এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এবং টো১৭ সাল নাগাদ কাজটি পুরোপুরিভাবে শেষ হয়। ২০১৮ তে সম্পূর্ণভাবে এই ভবনে শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হয়। এটির সাথে বিশেষ ছিল যে, এটিতে একটি নান্দনিক অডিটোরিয়াম যোগ করা হয়। এই অডিটোরিয়ামে মডেল একাডেমি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে । আমরা শুধু এখানেই থেমে ছিলাম না।২০১৮ সালে বিদ্যালয় কর্তৃপক্ষ আরো একটি বহুতল ভবন নির্মাণে উদ্যোগ গ্রহণ করে। এটিও ৬ তলা ভবন এর একটি পরিকল্পনা ছিল। ২০১৯ সালে এই ভবনটির কাজ শুরু হয় এবং ২০২০ সল্ নাগাদ কাজটি শেষ হয়। ২০২২ এ করোনাকালীন দুর্যোগ কমে আসায় সে সময় এ ভবনে শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে মডেল একাডেমি সারা মিরপুরে নিজের সুনাম বর্ধিত করতে সক্ষম হয়।