1️⃣ PromptBase
সহজ কথায়, এটা হলো "প্রম্পট" বেচা- কেনার দোকান। আপনি যদি Midjourney, DALL-E বা ChatGPT-তে খুব সুন্দর কমান্ড (Prompt) দিয়ে ইউনিক রেজাল্ট বের করতে পারেন, তবে সেই কমান্ডটাই এখানে বিক্রি করা যায়।
সুন্দর কোনো আর্ট বা কাজের প্রম্পট জেনারেট করুন। সেটা এখানে আপলোড করুন। মানুষ যখন ওই প্রম্পটটা কিনবে, আপনি পেমেন্ট পাবেন।
2️⃣ Redbubble
ডিজাইন বা আর্ট নিয়ে কাজ করতে চাইলে এটা দারুণ জায়গা। AI টুল (যেমন Midjourney) দিয়ে ইউনিক ডিজাইন জেনারেট করে এখানে আপলোড করবেন। কাস্টমাররা সেই ডিজাইন টি-শার্ট, মগ বা স্টিকারে প্রিন্ট করে কিনবে।
প্রিন্ট, শিপিং, ডেলিভারি সব সাইট কর্তৃপক্ষ দেখবে। আপনি শুধু ডিজাইন আপলোড করবেন আর রয়্যালটি পাবেন।
3️⃣ Wirestock
আমরা অনেকেই AI দিয়ে দারুণ সব ছবি বানাই, কিন্তু সেগুলো পিসিতেই পড়ে থাকে। Wirestock-এর মাধ্যমে আপনি এই ছবিগুলো Adobe Stock বা Shutterstock-এর মতো বড় বড় স্টক সাইটে এক ক্লিকে ডিস্ট্রিবিউট করতে পারবেন।
হাই-কোয়ালিটি AI ইমেজ জেনারেট করে এখানে আপলোড দিন। যখনই কেউ আপনার ছবি ডাউনলোড করবে, আপনি টাকা পাবেন। প্রতিটি সাইটে আলাদা করে অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই।
4️⃣ Gumroad
আপনার যদি মানুষকে শেখানোর মতো কোনো নলেজ থাকে বা কোনো ডিজিটাল অ্যাসেট থাকে, তবে Gumroad সেরা। AI ব্যবহার করে ই-বুক, চেকলিস্ট বা গাইড বানিয়ে এখানে বিক্রি করা যায়।
ধরুন আপনি "AI দিয়ে কীভাবে কন্টেন্ট লিখতে হয়" এর ওপর একটা পিডিএফ গাইড বানালেন। সেটা এখানে ৫ ডলারে বিক্রি করতে পারেন। ChatGPT দিয়ে কন্টেন্ট রেডি করুন, Canva দিয়ে ডিজাইন করুন, আর Gumroad-এ সেল করুন।
5️⃣ Wellfound
এটা মূলত স্টার্টআপদের জন্য জব বোর্ড। সিলিকন ভ্যালির নতুন সব স্টার্টআপ এখান থেকে লোক হায়ার করে। এরা ডিগ্রির চেয়ে স্কিলকে বেশি প্রাধান্য দেয়।
প্রোফাইলে আপনার AI স্কিলগুলো হাইলাইট করুন।
6️⃣ AI-Jobs .net
নাম দেখেই বোঝা যাচ্ছে এটা ডেডিকেটেডলি AI সেক্টরের জন্য। এখানে আপনি রিমোট জব ফিল্টার করে ঘরে বসেই গ্লোবাল কোম্পানির সাথে কাজ করতে পারবেন।
এখানে স্যালারি রেঞ্জ সাধারণত অনেক হাই থাকে এবং কম্পিটিশন Upwork এর চেয়ে কম।
7️⃣ Contra
বর্তমান সময়ের সবচেয়ে স্টাইলিশ এবং ফ্রিল্যান্সার-ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম। এদের সবচেয়ে বড় সুবিধা হলো এরা ফ্রিল্যান্সারদের থেকে কোনো কমিশন কাটে না।
এখানে পোর্টফোলিও তৈরি করা খুব সহজ এবং দেখতে প্রফেশনাল লাগে। আপনি আপনার AI প্রজেক্টগুলো দিয়ে সুন্দর শো-কেস তৈরি করলে ক্লাইন্টরা সরাসরি আপনাকে নক দিবে।
8️⃣ Clickworker
যাদের বিশেষ কোনো স্কিল নেই, তারা এখানে ছোট ছোট কাজ বা "Micro-tasks" করে আয় করতে পারেন। AI কে ট্রেইন করার জন্য এরা হিউম্যান ডেটা নেয়।
কাজের ধরণ ভয়েস রেকর্ড করা, টেক্সট চেক করা, ছবি দেখে অবজেক্ট সিলেক্ট করা ইত্যাদি। মোবাইল অ্যাপ দিয়েও এই কাজগুলো করা যায়।
9️⃣ Udemy
আপনার শেখানো স্টাইল যদি ভালো হয়, তবে AI এর ওপর কোর্স বানিয়ে এখানে আপলোড করতে পারেন। একবার কোর্স বানালে সেটা প্যাসিভ ইনকামের সোর্স হয়ে যায়।
"ChatGPT for Beginners", "Midjourney Masterclass" বা "AI for Graphic Designers" আপনি যেটাতে দক্ষ এমন টপিকে কোর্স বানাতে পারেন। মার্কেটিং-এর একটা বড় অংশ Udemy নিজেই করে।
🔟 Toptal
এটা একটু হাই-লেভেল এক্সপার্টদের জন্য। এরা দাবি করে বিশ্বের সেরা ৩% ফ্রিল্যান্সারদের এরা হায়ার করে। এখানে ঢুকতে পারলে লাইফ সেট, কারণ পেমেন্ট রেট অনেক হাই।
এদের ইন্টারভিউ প্রসেস একটু কঠিন। তবে আপনি যদি AI ডেভেলপার বা এক্সপার্ট ডিজাইনার হন, তবে এখানে ট্রাই করা উচিত।