বিতর, Witr, الوتر আরবি শব্দ যার বাংলা অর্থ বিজোড়। صلاة الوتر বিজোড়ের নামাজ তথা বেতর নামাজকে বোঝানো হয়।
যা প্রত্যেক মুসলিম বালেগ বালিগা নর-নারীর ওপর প্রতিদিন এশার নামাজের পর থেকে ফজরের পূর্বক্ষণ পর্যন্ত আদায় করা ওয়াজিব।
কেননা রাসুলে আরাবি সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেন আল্লাহ রাব্বুল আল আমিন বিজোড় এবং তিনি বিজোড় নামাজকে পছন্দ করেন। অতএব তোমরা বিজোড় সালাত (বিতর সালাত) আদায় কর। তিরমিজি
বেতের নামাজ পড়ার জন্য সময় আসার পর বেতরের নিয়ত বাঁধুন, তারপর অন্যান্য নামাজের মত তৃতীয় রাকাতে সুরা ফাতেহা এবং কেরাত পড়ার পরে উলটা তাকবীর বেঁধে দোয়ায়ে কুনুত পড়ুন এবং তৃতীয় রাকাত পড়ে অন্যান্য নামাজের মতো নামাজ শেষ করুন।
বেতরের নামাজ ৩ রাকাত। তাই তৃতীয় রাকাত পড়ার পর আর দাঁড়াবেন না, বরং অন্যান্য ফরজ, সুন্নত নামাজের মত শেষ বৈঠক করে নামাজ শেষ করুন। প্রত্যেকটা বিষয় নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো :
ফরজ এবং সুন্নত আদায় করে জায়নামাজে দাঁড়িয়ে পড়ুন। উপরে উল্লিখিত নিয়মে বাংলায় কিংবা আরবিতে নিয়ত করুন।
তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত হাত বাঁধুন। সানা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত সুরা ফাতেহা এবং একটি সুরা মিলান। অতঃপর রুকু সিজদাগুলো অন্যান্য নামাজের ন্যায় কন্টিনিউ করুন। অতঃপর দাঁড়িয়ে আগের নেই সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা মিলান।
আবারো রুকু সিজদাগুলো অন্যান্যের ন্যায় আদায় করে এবার বসে পড়ুন। এটা আপনার প্রথম বৈঠক। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়ুন। পুনরায় তাশাহুদ শেষ করে দাঁড়িয়ে পড়ুন।
বিসমিল্লাহ এর সাথে সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পড়ুন। এবং পুনরায় আবার আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠে হাত বেঁধে ফেলুন। এবার দোয়ায়ে কুনুত পড়ুন। (দোয়ায়ে কুনুত শিখতে ক্লিক করুন।)
এবার আল্লাহ আখবার বলে রুকু করুন এবং রুকোর তাসবিহ পড়ে সামি আল্লাহুলিমান হামিদা বলে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ বলুন।
অন্যান্য নামাজের নেই আল্লাহু আকবার বলে দুই সেজদা আদায় করে বসে পড়ুন। এবং এটাই আপনার (আখেরি) শেষ বৈঠক।
বসে তাশাহুদ, দরুদ শরিফ, দোয়ায়ে মাসুরা, পড়ুন।
সর্বশেষে আসসালামুয়ালাইকুম ও রাহমাতুল্লাহ বলে ডানে বামে সালাম ফিরিয়ে নিন।