Weekly Exam Schedule
Weekly Exam Schedule
১ সপ্তাহ ফ্রি যাচাই ক্লাসের পর প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণিতে ভর্তি চলছে!
এই সময়সূচিটি ইলিবেক (ELIBEC)-এর সাপ্তাহিক পরীক্ষার সময়সূচি নির্ধারণের জন্য তৈরি করা হয়েছে। এতে প্রি-প্রাইমারি (PP 4+, 5+) থেকে শুরু করে ক্লাস ৪ পর্যন্ত প্রতিটি শ্রেণির পরীক্ষার দিনগুলো রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উল্লেখ করা হয়। সময়সূচির দুইটি অংশ রয়েছে — একটি চলমান সপ্তাহের জন্য এবং আরেকটি পরবর্তী সপ্তাহের পরীক্ষার পরিকল্পনার জন্য। নিচে একটি নোট সেকশনও রয়েছে অতিরিক্ত তথ্য বা বিশেষ মন্তব্য যুক্ত থাকবে। অভিভাবকগণকে এই সময়সূচির উপর লক্ষ্য রাখার জন্য বলা হইল।