১ সপ্তাহ ফ্রি যাচাই ক্লাসের পর প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণিতে ভর্তি চলছে!
E-Learning Initiative for Bangladeshi Expats' Children-ELIBEC
বাংলাদেশি প্রবাসী শিশুদের জন্য ই-লার্নিং উদ্যোগ (ইলিবেক)
ক্লাস শুরু হয়েছে, ভর্তি করানো যাবে বছরের যেকোন সময়, ভর্তি ফরমঃ https://bit.ly/ELIBEC-Admission
⦿ ইলিবেক (ELIBEC) কেন ও কী?
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো মান-সম্মত শিক্ষা। সকল শিশুর সুশিক্ষা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। আর মনোজগৎ উন্মোচিত হওয়ার ক্ষেত্রে মাতৃভাষার কোনো বিকল্প নেই। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীই বাংলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তর শেষ করে। কিন্তু সমস্যার সম্মুখীন হয় বাংলাদেশি প্রবাসীদের সন্তানরা। বিশেষ করে, যাদের অভিভাবগণ চাকুরি, উচ্চশিক্ষা কিংবা অন্য কোন কারণে সাময়িক অবস্থান করেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো - এর তথ্যমতে প্রায় ১ কোটি ৬০ লাখের অধিক বাংলাদেশি বিভিন্ন দেশে প্রবাস জীবন-যাপন করছে (৭ ফেব্রুয়ারি ২০২৫ অনুযায়ী, তথ্যসূত্র)। ভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করলে সে দেশের শিক্ষাব্যবস্থা কিংবা আন্তর্জাতিক মানের যে কোন কারিকুলাম পড়ানো যায়। ব্যয়সাপেক্ষ হলেও প্রবাসীগণ সেগুলোর খরচ যোগানোর চেষ্টা করেন। যারা বিদেশী কারিকুলামের পাশাপাশি কিংবা দেশে ফিরে দেশীয় কারিকুলামে পড়াশোনা চালু রাখতে ইচ্ছুক তারা পড়ে সমস্যায়। সরকার ও ব্যক্তিগত উদ্যোগে কিছু স্কুল/কলেজ প্রতিষ্ঠা হলেও তা বিভিন্ন দেশে অবস্থানরত বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য অপ্রতুল।
বিষয়টি মাথায় রেখে ELIBEC-নামক এই অনলাইন প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করা হয়েছে। মূলত এই প্ল্যাটফর্মে ইন্টারনেট প্রযুক্তি ও বিভিন্ন সফটওয়্যার/অ্যাপ ব্যবহার করে দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে বাংলাদেশি কারিকুলামের পড়াশোনা চালু রাখা হবে। প্রবাসে কিংবা দেশে অবস্থানরত যে কেউ এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। এই প্ল্যাটফর্মের শ্রেণি কার্যক্রম, মূল্যায়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ, ইত্যাদি বিষয় অন্য প্রতিষ্ঠানগুলোর মতই পরিচালিত হবে। পার্থক্য হলো অন্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অফলাইনে আর ইলিবেক পরিচালিত হবে অনলাইনে।
⦿ ইলিবেক কিভাবে পরিচালিত হবে?
বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ক্লাস পরিচালনা করা হবে। ক্লাসসমূহ পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী (যেভাবে স্কুল ও কলেজে হয়ে থাকে) জুম/গুগল মিট/মাইক্রোসফট টিমস অ্যাপ ব্যবহার করে অনলাইনে পরিচালিত হবে। বিভিন্ন দেশের সময়ের সাথে মিলিয়ে প্রয়োজনে একের অধিক সেকশন তৈরি করা হবে। ক্লাস লেকচার, অন্যান্য রিসোর্স, অ্যাসাইনমেন্ট দেওয়া-নেওয়া, মূল্যায়ন ও বিভিন্ন কাজে গুগল ক্লাসরুম ব্যবহার করা হবে। যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ কিংবা এ ধরনের অ্যাপ ব্যবহার করা হবে। চূড়ান্ত বা অন্যান্য পরীক্ষা অনলাইনে নেয়া হবে। ক্লাস সংক্রান্ত বিভিন্ন ঘোষণা, শিক্ষার্থী ভর্তিসহ নানাবিধ তথ্য ইলিবেকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ প্রকাশ করা হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের অভিভাবকগণের আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করা হবে যাতে শিশুদের অনলাইনে শিক্ষায় কোন ব্যাঘাত না ঘটে। সর্বোপরি, শিক্ষা সংক্রান্ত যে কোন সাহায্যের জন্য শ্রেণি শিক্ষক কিংবা নিযুক্ত প্রতিনিধির সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।
⦿ ইলিবেক-এর বর্তমান অবস্থা কী?
ইলিবেক সম্প্রতি 'সিরাজগঞ্জ পৌরসভা' থেকে 'কিন্ডারগার্টেন স্কুল' ক্যাটাগরিতে সরকারি লাইসেন্স অর্জন করেছে (লাইসেন্স নং - ২৫০০৮৮২৫০১৯০০৭৫৩০, যাচাই করুন [লিংক])। শিক্ষাবর্ষ শেষে সফল শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে, যা তাদের একাডেমিক স্বীকৃতির অংশ হিসেবে গণ্য হবে।
এছাড়াও, ইলিবেক সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের 'এনট্রাপ্রেনারশিপ ইনস্টিটিউট'-এ প্রদর্শিত হয়েছে (লিংক)। এটি ইলিবেকের বৈশ্বিক স্বীকৃতির পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা আমাদের মানসম্মত শিক্ষা কার্যক্রমের প্রতি আরও দৃঢ়প্রতিষ্ঠা এনে দিয়েছে।
⦿ ইলিবেকের শিক্ষার্থীরা কি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে?
ইলিবেক (ELIBEC) বর্তমানে বাংলাদেশের ৫টি শিক্ষা বোর্ডের অধীনে ৬টি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের PSC, JSC, SSC ও HSC পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করছে।
এই সেবা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বোর্ড ও প্রশাসনিক কার্যক্রমে অভিভাবকদের নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।
⦿ কোন স্তরের শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে?
বর্তমানে প্রাথমিক পর্যায়ের (প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি) শিক্ষা-কার্যক্রম দিয়ে শুরু হবে। ধাপে ধাপে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক এ উন্নীত করা হবে।
⦿ পাঠদানের মাধ্যম কি হবে?
শুরুতে বাংলা মাধ্যমেই পাঠদান ও মূল্যায়ন হবে। প্রয়োজন অনুসারে পরবর্তীতে ইংরেজি মাধ্যমও চালু করা হবে।
⦿ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিভাবে যুক্ত হবে?
বিভিন্ন দেশের সময় অঞ্চল (time zone) বিবেচনায় রেখে ELIBEC–এর অনলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সুবিধাজনক সময়ে প্রয়োজনে আলাদা সেকশনও খোলা হয়ে থাকে।
বর্তমানে পরিচালিত কম্বাইন্ড ক্লাস রুটিন দেখতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://sites.google.com/view/elibec/academic
যদি বিদ্যমান রুটিনের বাইরে নতুন সময়সূচির প্রয়োজন হয়, তবে শিক্ষার্থীর চাহিদা, সেকশনের সম্ভাব্যতা এবং শিক্ষক/ফ্যাকাল্টি সদস্যদের প্রাপ্যতা বিবেচনা করে নতুন সেকশন চালু করা হতে পারে।
এ ধরনের ক্ষেত্রে অনুগ্রহ করে ELIBEC কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
⦿ কীভাবে শিক্ষার্থী ভর্তি করানো হবে?
অভিভাবকগণ সন্তানের বয়স ও শিক্ষাগত স্তর অনুযায়ী উপযুক্ত শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ভর্তি ফি প্রদান করে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করবেন।
ভর্তি ফি বিকাশ / রকেট / নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি প্রদানের পর প্রাপ্ত ট্রানজেকশন নম্বর বা ব্যাংক রেফারেন্স নম্বর ভর্তি ফর্মে সঠিকভাবে উল্লেখ করা আবশ্যক।
🔗 ভর্তি ফর্ম: https://bit.ly/ELIBEC-Admission
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন—
📞 WhatsApp / কল: +8801922936626
📧 ই-মেইল: elibec24@gmail.com
📘 Facebook Page: https://www.facebook.com/elibec24 (ইনবক্সে মেসেজ দিন)
ভর্তি ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর ৪–৫ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীর রোল নম্বরসহ ভর্তি নিশ্চিতকরণ সংক্রান্ত তথ্য ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। ই-মেইলটি ইনবক্সে না পেলে অনুগ্রহ করে Spam ও Promotions ফোল্ডার চেক করার জন্য অনুরোধ করা হলো।
⦿ ১ সপ্তাহ যাচাই ক্লাস (ফ্রি) - এর ব্যবস্থা
যেকোনো শ্রেণিতে ১ সপ্তাহের ফ্রি ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে পারবেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনার সন্তানকে বাংলাদেশী কারিকুলামের শিক্ষায় যুক্ত রাখার এই সুযোগ গ্রহণ করুন। আজই প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করুন (ফর্মঃ https://bit.ly/elibec-pre-registration)।
⦿ কখন ও কত দিনের জন্য ভর্তি করানো যাবে?
ইলিবেক-এ বাংলাদেশি কারিকুলামের পড়াশোনা চালু রাখা হবে বিধায় বছরের যেকোন সময় শিক্ষার্থী ভর্তি করানো যাবে। নির্দিষ্ট শ্রেণিতে পাঠদানের অগ্রগতি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে। কোন কারণে কেউ বিদেশে স্বল্প সময় পরিবারসহ অবস্থান করলে ২/১ মাসের জন্য ভর্তি করানো যাবে।
⦿ ভর্তি ফি ও মাসিক ফি (সংশোধনকৃত):
ভর্তি ফি: সকল শ্রেণির জন্য এককালীন ৩,০০০ টাকা, ভর্তির সময় প্রদানযোগ্য; প্রতি বছর নতুন ক্লাসে উত্তীর্ণ হলে পুনরায় ভর্তি ফি প্রযোজ্য।
মাসিক ফি (নতুন হার): প্লে, নার্সারি ও ১ম শ্রেণির জন্য ২,০০০ টাকা; ২য় ও ৩য় শ্রেণির জন্য ২,৫০০ টাকা; এবং ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য ৩,০০০ টাকা। মাসিক ফি প্রতি মাসের ১ম সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে।
ভর্তি + ১ম মাসের ফি (উদাহরণ): ৪র্থ বা ৫ম শ্রেণির ক্ষেত্রে মোট ৬,০০০ টাকা (৩,০০০ + ৩,০০০); পরবর্তীতে কেবল নির্ধারিত মাসিক ফি প্রযোজ্য।
নোট: ঈদ, দীর্ঘ ছুটি বা শিক্ষার্থীর ব্যক্তিগত ছুটির সময়েও মাসিক ফি প্রদান করতে হবে।
⦿ ফি প্রদানের মাধ্যম
Mobile Banking: BKash/Rocket/Nagad/Upay Number (Personal): +8801712274991 (Send cash out charge when using Mobile banking)
Bank Details (Online Payment Possible): Account Number: 2321580068824, Account Name: Md. Nazrul Islam, Bank Name: Dutch-Bangla Bank PLC, Branch Name: Sirajganj Branch, Branch Code: 232, Swift Code: DBBLBDDH, Routing Number: 090881871, Address: Aporupa Complex, SS Road, Sirajganj, Bangladesh.
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ https://sites.google.com/view/elibec/home। যেকোনো প্রশ্নের জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে +৮৮০১৯২২৯৩৬৬২৬
#ELIBEC #ELIBEC_Admission #ELIBEC_Circular #ELIBEC_Notice