১ সপ্তাহ ফ্রি যাচাই ক্লাসের পর প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণিতে ভর্তি চলছে!
ক্লাস শুরু হয়েছে, ভর্তি করানো যাবে বছরের যেকোন সময়, ভর্তি ফরমঃ https://bit.ly/ELIBEC-Admission
⦿ কোন স্তরের শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে?
বর্তমানে প্রাথমিক পর্যায়ের (প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি) শিক্ষা-কার্যক্রম দিয়ে শুরু হবে। ধাপে ধাপে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক এ উন্নীত করা হবে।
⦿ পাঠদানের মাধ্যম কি হবে?
শুরুতে বাংলা মাধ্যমেই পাঠদান ও মূল্যায়ন হবে। প্রয়োজন অনুসারে পরবর্তীতে ইংরেজি মাধ্যমও চালু করা হবে।
⦿ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিভাবে যুক্ত হবে?
বিভিন্ন দেশের সময় অঞ্চল (time zone) বিবেচনায় রেখে ELIBEC–এর অনলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সুবিধাজনক সময়ে প্রয়োজনে আলাদা সেকশনও খোলা হয়ে থাকে।
বর্তমানে পরিচালিত কম্বাইন্ড ক্লাস রুটিন দেখতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://sites.google.com/view/elibec/academic
যদি বিদ্যমান রুটিনের বাইরে নতুন সময়সূচির প্রয়োজন হয়, তবে শিক্ষার্থীর চাহিদা, সেকশনের সম্ভাব্যতা এবং শিক্ষক/ফ্যাকাল্টি সদস্যদের প্রাপ্যতা বিবেচনা করে নতুন সেকশন চালু করা হতে পারে।
এ ধরনের ক্ষেত্রে অনুগ্রহ করে ELIBEC কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
⦿ কীভাবে শিক্ষার্থী ভর্তি করানো হবে?
অভিভাবকগণ সন্তানের বয়স ও শিক্ষাগত স্তর অনুযায়ী উপযুক্ত শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ভর্তি ফি প্রদান করে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করবেন।
ভর্তি ফি বিকাশ / রকেট / নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি প্রদানের পর প্রাপ্ত ট্রানজেকশন নম্বর বা ব্যাংক রেফারেন্স নম্বর ভর্তি ফর্মে সঠিকভাবে উল্লেখ করা আবশ্যক।
🔗 ভর্তি ফর্ম: https://bit.ly/ELIBEC-Admission
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন—
📞 WhatsApp / কল: +8801922936626
📧 ই-মেইল: elibec24@gmail.com
📘 Facebook Page: https://www.facebook.com/elibec24 (ইনবক্সে মেসেজ দিন)
ভর্তি ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর ৪–৫ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীর রোল নম্বরসহ ভর্তি নিশ্চিতকরণ সংক্রান্ত তথ্য ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। ই-মেইলটি ইনবক্সে না পেলে অনুগ্রহ করে Spam ও Promotions ফোল্ডার চেক করার জন্য অনুরোধ করা হলো।
⦿ ১ সপ্তাহ যাচাই ক্লাস (ফ্রি) - এর ব্যবস্থা
যেকোনো শ্রেণিতে ১ সপ্তাহের ফ্রি ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে পারবেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনার সন্তানকে বাংলাদেশী কারিকুলামের শিক্ষায় যুক্ত রাখার এই সুযোগ গ্রহণ করুন। আজই প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করুন (ফর্মঃ https://bit.ly/elibec-pre-registration )।
⦿ কখন ও কত দিনের জন্য ভর্তি করানো যাবে?
ইলিবেক-এ বাংলাদেশি কারিকুলামের পড়াশোনা চালু রাখা হবে বিধায় বছরের যেকোন সময় শিক্ষার্থী ভর্তি করানো যাবে। নির্দিষ্ট শ্রেণিতে পাঠদানের অগ্রগতি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে। কোন কারণে কেউ বিদেশে স্বল্প সময় পরিবারসহ অবস্থান করলে ২/১ মাসের জন্য ভর্তি করানো যাবে।
⦿ ভর্তি ফি ও মাসিক ফি (সংশোধনকৃত)
ভর্তি ফি:
সকল শ্রেণির জন্য এককালীন ৩,০০০ টাকা
ভর্তির সময় প্রদানযোগ্য
প্রতি বছর নতুন ক্লাসে উঠলে পুনরায় ভর্তি ফি প্রযোজ্য
মাসিক ফি (নতুন হার):
প্লে, নার্সারি, ১ম শ্রেণি: ২,০০০ টাকা
২য় ও ৩য় শ্রেণি: ২,৫০০ টাকা
৪র্থ ও ৫ম শ্রেণি: ৩,০০০ টাকা
প্রতি মাসের ১ম সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে
ভর্তি + ১ম মাসের ফি (উদাহরণ):
৪র্থ ও ৫ম শ্রেণি: মোট ৬,০০০ টাকা (৩,০০০ + ৩,০০০)
পরবর্তীতে নির্ধারিত মাসিক ফি প্রযোজ্য
নোট: ঈদ, দীর্ঘ ছুটি বা শিক্ষার্থীর ব্যক্তিগত ছুটির ক্ষেত্রেও মাসিক ফি প্রদান করতে হবে।
⦿ ফি প্রদানের মাধ্যম
Mobile Banking: BKash/Rocket/Nagad/Upay Number (Personal): +8801712274991 (Send cash out charge when using Mobile banking)
Bank Details (Online Payment Possible): Account Number: 2321580068824, Account Name: Md. Nazrul Islam, Bank Name: Dutch-Bangla Bank PLC, Branch Name: Sirajganj Branch, Branch Code: 232, Swift Code: DBBLBDDH, Routing Number: 090881871, Address: Aporupa Complex, SS Road, Sirajganj, Bangladesh.
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ https://sites.google.com/view/elibec/home। যেকোনো প্রশ্নের জন্য কল করুন আমাদের হটলাইন নাম্বারে +৮৮০১৯২২৯৩৬৬২৬
#ELIBEC #ELIBEC_Admission #ELIBEC_Circular #ELIBEC_Notice