সুনামগঞ্জে অনুষ্ঠিত হল “এসো নিজ হাতে রোবট বানাই” বিষয়ক কর্মশালা:

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে প্রযুক্তির ধারা। তার তাই রোবটিক্স সেক্টরে তরুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে দক্ষ জনবল গড়ার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডভান্স রোবটিক্স রিসার্চ সেন্টার এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ যৌথ ভাবে Robo Tech Leadership Program এর “এসো নিজ হাতে রোবট বানাই” প্রকল্পের আওতায় শুরু করছে দেশ ব্যাপী কর্মশালা। তাদের এই প্রকল্পের কার্যক্রম হিসাবে গত ৭ই সেপ্টেম্বর ২০১৯ রোজ শনিবার সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের লুৎফুর রহমান সরকুম ভবনের হল রুমে শেষ হল ১ দিনের "এসো নিজ হাতে রোবট বানাই" বিষয়ক কর্মশালা।

রোবটিক্স সেক্টরে বর্তমান প্রজন্মকে দিকনির্দেশনা দেওয়া,তাদেরকে উৎসাহিত করা এবং দেশের প্রতিটি জেলা থেকে ১০জন করে টেক লিডার তৈরী করা ছিল প্রোগ্রামটির মূল উদ্দেশ্য। প্রোগ্রাম এ সপ্তম,অষ্টম,নবম ও দশম শ্রেনীর প্রায়৩০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। সকাল ১১.৩০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান সাহেবের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সাঈদ আনোয়ার সাহেবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাডভান্স রোবটিক্স রিসার্চ সেন্টারের ডিরেক্টর এবং রিসার্চ এসিসট্যান্ট অব কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মোঃ রাহাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান জনি -কো অর্ডিনেটর বাংলাদেশ অ্যাডভান্স রোবটিক্স রিসার্চ সেন্টার , অরুপনাথ অনিক এক্সিকিউটিভ প্রোগ্রাম অফিসার,বাংলাদেশ অ্যাডভান্স রোবটিক্স রিসার্চ সেন্টার। প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান সাহেবের আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু হয়।

প্রোগ্রামের শুরুতেই মোঃ রাহাতুল ইসলামের প্রেজেন্টেশনের মাধ্যমে রোবটিক্সের গুরুত্ব এর ব্যবহার এবং বিভিন্ন ধরণের ইন্সট্রুমেন্ট নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়।তারপর শুরু হয় রোবট তৈরির ব্যবহারিক ক্লাস। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৈরি করে একটি স্বয়ংসম্পূর্ণ রোবট যা এন্ড্রয়েড মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।এছাড়া অবস্টেকল রোবট,টেম্পারেচার নির্নয়,এলসিডিতে তাদের বিদ্যালয়ের নাম ইত্যাদি তৈরী করে দেখান।শিক্ষার্থীরা অনেক মনোযোগ সহকারে দেখেন এবং নিজের হাতে তৈরী করেন। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় কে খুব শীঘ্রই টেকনলোজীতে স্বয়ংসম্পূর্ন বিদ্যালয় হিসেবে গড়ে তুলবে বলে জানান।

অনুষ্ঠানের শেষের দিকে শুরু হয় কুইজ - কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ্য থেকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ জাহিদ হাসান জনি এবং অরুপ নাথ।প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান সাহেবের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ফজলুল করিম বকুল, সিনিয়র শিক্ষক জনাব হুমায়ুন কবির, জনাব জয়নুল ইসলাম, জনাব নুরুল ইসলাম, জনাব আফরোজ আলী, বাবু মিন্টুলাল চৌধুরী এবং বাবু বিদ্যুৎ কুমার সামান্ত।

উক্ত প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে পরোক্ষ ভাবে সাহায্য করে গেছে ড.মোঃ শাহরুখ আদনান খান , বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ভারপ্রাপ্ত ডিন,স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং জিমি মজুমদার পার্সোনাল রিসার্চ এসিস্টেন্ট,নাসা এবং ফাউন্ডার এন্ড সিইও বাংলাদেশ অ্যাডভান্স রোবটিক্স রিসার্চ সেন্টার। তাদের পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্প বাংলাদেশর রোবটিক্স সেক্টরে একটি বিপ্লব নিয়ে আসবে বলে আশা করা যায়।