(আত্মশুদ্ধি অর্জন এবং দ্বীন-দুনিয়ার শান্তি ও মঙ্গলের লক্ষ্যে গঠিত সকল তরিকার সালেকদের মজলিস।)
‘’পীর যার যার, তরিকত মজলিস সবার।‘’–
এহইয়াউল উলুমিদ্দীন কিতাবটি এলমে ফিকাহ ও এলমে ক্বালব এর আলোকে রচিত, যাতে দ্বীন-ইসলাম তথা ইমানের সকল শাখা-প্রশাখা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ভ্রান্তির অবসানে,সত্যের সন্ধানে এই কিতাবের সূচীটা অন্তত একবার পড়ুন; আশাকরি একজন মুসলমান ভাই হিসাবে আপনার জীবনে ভুল-ভ্রান্তি নিরুপন করতে সক্ষম হবেন।