(আত্মশুদ্ধি অর্জন এবং দ্বীন-দুনিয়ার শান্তি ও মঙ্গলের লক্ষ্যে গঠিত সকল তরিকার সালেকদের মজলিস; যা আশেক সংস্থার সুফীজম প্রোগ্রামের অধিন পরিচালিত ।)
‘’পীর যার যার, তরিকত মজলিস সবার। হক তরিকত মজলিস আত্মশুদ্ধির বাগান, যে বাগানে বসলে ইমান সজিব হয়। আর সজিবতাই সফতলার পূর্বশর্ত। নির্জিবতা নীরব পরাজয় । যে ইমানের সজিবতা ও নির্জিবতা অনুভব করতে পারেন, তিনিই প্রকৃত ইমানদার।‘’–শাহ্সূফী খন্দকার হারুন অর রশিদ।
ভুমিকাঃ "মাসুদিয়া মজলিস-আশেক " সকল তরিকার সালেকদের জন্য উন্মুক্ত মজলিস। যার প্রধান শ্লোগান হলো-‘‘পীর যার যার, তরিকত মজলিস সবার’’। উক্ত মজলিসের মূল লক্ষ্য ফিকাহ্ বিদ্যার সাথে সাথে এলমে ক্বালব বা তাসাওউফ(আত্মশুদ্ধি)বিদ্যার বিকাশ করা; যাতে করে মুসলমানরা সঠিক দ্বীন-ইসলামের প্রবেশ করতে পারে। জাহেরী ইবাদতের সাথে সাথে তাসাওউফ বা আত্মশুদ্ধির মাধ্যমে সৎ স্বভাব অর্জন এবং অসৎ স্বভাব বর্জনই হতে পারে সঠিক দ্বীন-ইসলামে প্রবেশ করার সরল পথ (সিরাতাল মুস্তাকিম); আর এই পথ অনুসরণেই পরকালের মুক্তি এবং ইহকালে ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে আসবে শান্তি ।
মজলিসের নামকরণঃ শাহসূফী খন্দকার হারুন অর রশিদ সাহেব-পীরে মোকাম্মেল আলহাজ্ব শাহসূফী মাওলানা মাসুদ আহমেদ রহ. (জন্মঃ ২৬শে ডিসেম্বর,১৯৬৪- ইন্তেকালঃ ২৪মে,২০২১ইং)স্মরণে "মাসুদিয়া মজলিস-আশেক" যাত্রা। আত্মশুদ্ধির শিক্ষা বিকাশের জন্য তাসাওউফ সংক্রান্ত কর্মসূফীর সফল বাস্তবায়ন "মাসুদিয়া মজলিস-আশেক " এর মূল লক্ষ্য।
পীরে মোকাম্মেল আলহাজ্ব শাহসূফী মাওলানা মাসুদ আহম্মদ (রহঃ) ১০ই মার্চ,২০১৭ইং সনে খন্দকার হারুন অর রশিদ ( স্থায়ী ঠিকানাঃচাটখিল-চিতোষী সড়ক, শোল্লা, চাটখিল, নোয়াখালী। )–ছাহেবকে আনুষ্ঠানিক ভাবে খেলাফত ও পাগড়ী প্রদান করেন। এলমে শরিয়ত ও তরিকতের জ্ঞান অন্বেশনে জনাব খন্দকার হারুন অর রশিদ ছাহেব শায়েখ ব্যাতীত শরিয়তের অনেক বিজ্ঞ আলেম ওলামার সহবতে সময় অতিক্রম করেন। সূফী খন্দকার হারুন একদশক ধরে পীরের আদেশে অনুযায়ী নকশবন্দিয়া-মুজাদ্দেদিয়া, ক্বাদেরিয়া, চিশতিয়া, শায্লিয়া, সোহরাওয়াদী তরিকার ছবক আদায় করেছেন।
শায়েখের ইহলোক ত্যাগের পর তরিকতের আমলের কামাল নিসবত হাসিলের জন্য জনাব খন্দকার হারুন অর রশিদ আল-গাউস ডাঃ বদিউজ্জামান রহ. কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা জামাতের আমির আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোস্তফা ছাহেবের অধিন তালিম গ্রহণ শুরু করেন এবং মদিনা জামাতের আমির জনাব খন্দকার হারুন অর রশিদ ছাহেবকে ২৬শে নভেম্বর,২০২১ইং রোজ শুক্রবার ঢাকাস্থ মিরপুর-১১-এ অবস্থিত মদিনা জামাতের খানকা শরীফে খেলাফত প্রদান করেন। তাছাড়া তিনি ফুরফুরা দরবার শরীফ এর ঢাকা জেলা মুবাল্লিগ হাকীম মোঃ মোসলেহ্ উদ্দীন (রহঃ) থেকেও তরিকতের শিক্ষা গ্রহণ করেন। জনাব খন্দকার হারুন অর রশিদ ছাহেব বিভিন্ন তরিকার ছবক তথা যিকির, মোরাকাবা, মোশাহাদার মাধ্যমে বিশেষ তত্ত্বজ্ঞান লাভ করেন। মাসুদিয়া মজলিশ-আশেক মূলতঃ চার তরিকার ছবকের সার-সংক্ষেপ তথা অতি সহজ নিয়মে সালেকদের তাসাউফ (আত্মশুদ্ধি) শিক্ষা প্রদান করা হয়। । ইনশাল্লাহ্ এই মজলিশের আমলের মাধ্যমে সালেকগণ সহজেই ইমানের সজিবতা অনুভব করতে পারবেন, বিশেষ করে ক্বালবে আল্লাহর যিকির শুরু হবে এবং আল্লাহর সাথে বান্দার নিসবত হাসিল হবে। মনে রাখতে হবে নিসবতবিহীন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।
উল্লেখ্য কর্মময় জীবনে সূফী খন্দকার হারুন অর রশিদ-অফথ্যালমোলজীকাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি), মিরপুর-২, ঢাকায় সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন।
সময় বসে থাকে না। কর্মের সাথে সাথে অবশ্যই ধর্ম পালন করতে হবে-কখন যে এই ইহ জীবনের ঘড়ির কাঁটা বন্ধ হতে চলবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে, আমরা কেই এই সময়টির কথা বলতে পারব না। এই ইহজীবন মুছাফিরের জিন্দেগি। আমাদেরকে চলে যেতে হবে হবেই এবং সবার মূল ঠিকানা আখেরাত (পরকাল)-
‘ইহাঁ হামছব মুছাফের হাঁয় ওহী আ-খের ঠিকানা,কুইআগে রওয়ানা হায় কুই পীছে রওয়ানা;এ দুনিয়ায় থাকার জায়গা না।’
“চলে যেতে হবে ভুবন ছেড়ে, কি করছরে মন এ ভুবনের তীরে; এ পৃথিবী মুছাফিরের বিচরন, ক্ষনকালের ইহ ভুবনে আছি কিছুক্ষন, ওরে মন আসল যে পরজনম।”
ঢাকাস্থ মিরপুরে মাসিক মাহফিলঃ
প্রতি মাসের ২য় বৃহস্পতিবার বাদ আছর বড়বাগ, মিরপুর-২, খানকায়ে হযরত শাহজালাল (রহঃ)-এ মাসিক মাহফিলে যিকিরের তালিম, তাওয়াজ্জোহ প্রদান করেন।
নিজ এলাকা চাটখিল ও পার্শ্ববর্তী উপজেলা সমূহে মাহফিলঃ
সূফী ছাহেব নিজ এলাকা চাটখিল-চিতোষী রোড, শোল্লায় তরিকতের তালিমি মাহফিল করেন। তাছাড়া চাটখিলসহ পার্শ্ববর্তী উপজেলায় মসজিদ, মাদ্রাসা বা অন্য যে কোন প্রতিষ্ঠানে দিন-ক্ষন নির্ধারণ পূর্বক মাসুদিয়া মসলিস-আশেক এর ব্যানারে মাহফিল করেন।
ঢাকাস্থ মিরপুর-২ খানকায়ে হযরত শাহজালাল (রহঃ) এর মোতওয়াল্লী ও খাদেম মোহাম্মদ ইমান আলী লিটন ( চিশতি ) ছাহেবকে মিরপুর এলাকার ছালেক ও জাকেরানদের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ একদশক থেকে নিবেদিত হয়ে মিরপুর খানকার কার্যক্রমে সহযোগীতা করে যাচ্ছেন; তাই আমরা তাঁহার প্রতি কৃতজ্ঞ এবং সেই সাথে তাঁহার মা-বাবা,ভাই-বোন, বিবি ছেলে মেয়ে সর্বপরি পরিবারের সবার সার্বিক কল্যাণ করছি। কামনায়-মিরপুর এলাকার সালেকগণ।