আমরা উল্লাসিতের দল
বাঙালি শুধু ভাবলে মোদের
করবে বিরাট ভুল
আমরা উল্লাসিতের দল |
লবন হ্রদের মাঝে মোরা
গড়েছি মরুদ্যান
আমরা উল্লাসিতের দল |
আমরা ছড়িয়েছি উল্লাস
পাথুরে পাহাড় থেকে আছি
বিরাট আকাশ জুড়ে
আছি আলুর রাজত্বেও
আমরা উল্লাসিতের দল |
Burger এতে ঘোর অরূচি
Pizza ও একঘেয়ে
Potluck হলে থাকতে হবেই
লুচি আলুরদম
আমরা উল্লাসিতের দল |
পুজোর সময়ে মজা এমন
বিশ্বাস করা দায়
মণ্ডপ থেকে আলোর খেলা
Miss করলে হায়
গানের সুরে সন্ধ্যে কাটে
মেধার রাশি উপচে পড়ে
মা ও মেয়ের synchrony তে
বাপ্পি দাদার সোনার নাচে
শাড়ির বহর দেখলে হবে
চক্ষু ছানাবড়া
ক্ষীরকদম আর বোঁদে খেলে
ভুলবে বলরাম
আমরা উল্লাসিতের দল |
আমরা কাজ করি একসাথে
আমরা plan করি whatsapp এ
এমন দলকে কোথাও খুঁজে
পাওয়া বড্ড ভার
আমরা উল্লাসিতের দল |
Notes:
পাথুরে পাহাড় = Rocky Mountains = Colorado
বিরাট আকাশ = Big Sky = Montana
আলুর রাজত্বে = Potato state = Idaho
বলরাম = Balaram Mullick (famous sweet shop in Kolkata)
Rhythm should be almost like "আমরা সবাই রাজা"