"স্বাধীন হতে চাই" প্রাত্যহিক জীবনে স্বাধীনচেতা হয়ে থাকা খুব বেশি জরুরী।হাজারো আশা,আকাঙ্ক্ষা আর হতাশার ভিড়ে নিজের মনকে সঙ্গ দেওয়াই উত্তম।আমার মন কি চায় আর কি করতে ভালবাসে তা নি:সন্দেহে আমিই ভাল জানি।আপনি আমার কাছে অনেক কিছুই আশা করতে পারেন কিন্তু কিছু চাপিয়ে দিতে পারেন না।আপনি বলবেন আমার একটা দায়িত্ব আছে, তার কি হবে?? আমি বলব,আপনার দায়িত্ব আমাকে সুখী করা,আত্মমর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পাশে থাকা।আপনি আপনার ইচ্ছাকে আমার উপর কি করে চাপাতে পারেন??আপনি আমাকে ভাল না বেসে ভিলেন হলেন কেন?? আপনি বলবেন,"ভুল ভাবছো তুমি।আমি তোমাকে অত্যন্ত ভালবাসি।" আমি বলব,"চাই না আপনার ভালবাসা।আমি আমাকে নিয়ে বাঁচতে চাই।" আপনাকে ভালবাসতে গিয়ে আমি আমাকে হারাতে পারি না।আমি কবিতা লিখব নাকি ফুটবল খেলব সেটা আমাকেই ভাবতে দিন।কারণ সবার আগে আমি আমাকে সঙ্গ দিতে চাই তারপর না হয় আপনার কথা ভেবে দেখব।আপনি চেয়েছিলেন আমি কবি হই আর আমি যখনি কবি না হয়ে ফুটবলার হলাম তখন আপনি মানতে পারেন নি।আপনার মেনে না নেওয়া আপনার স্বধীনতা প্রমাণ করে শুধু আমি চাইলেই দোষ।আপনার মতো করে স্বাধীন হতে গিয়ে আপনার চাওয়া আমি পূরণ করতে পারিনি তাতে এতটুকু দু:খও নাই। আর কিছু না হোক বেলাশেষে বলতে পারব,আমি স্বাধীন।