মোঃ কামরান হাসান
কামরান আমাদের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল । ওরিয়েন্টেশনের দিন তাকে দেখলাম প্রথম । তাকে বলা হয়েছিলো কিছু বলতে । ভবিষ্যতে CSE’র উন্নতি করার আশাবাদ ব্যক্ত করে সে পুচকি বক্তৃতা রাখল । সব ফাও কথা । তার ইচ্ছা মূলত আর্মিতে যাবার । হয়নি । আর্মির প্রিলি দিতে গিয়ে যেতে পারে নি ১৭ মার্চের বনভোজনে । আর ডিসেম্বরের প্রথমদিকে ISSB দিতে গিয়েছিল । হল না, কপাল খারাপ হলে যা হয় ।
ফ্যামিলিতে আছে বাবা আর তার ভাই । তার বাবা মানি এক্সচেঞ্জে ব্যবসা করেন । আর ভাই এবার h.s.c. পরীক্ষা দিবে । প্রিমিও গাড়ি তাদের । আমার বেশ পছন্দ । একবার ছুঁয়ে দেখেছিলাম । নাহিদের ইচ্ছা সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলার । বোধ হয় সেই সুযোগটা পাবার জন্যেই সে কামরানকে ‘সুন্দর ছেলে’ বলে ডাকে ।
কামরানের গ্রামের বাড়ি ভুলে গিয়েছি । তবে সে তার গ্রামের সৌন্দর্য অবলোকনে বঞ্চিত করে নি আমাকে । একবার কিছু ছবি দেখিয়েছিল । আর গত পরশু মুখবইয়ে পাঠিয়েছে ভিডিও । কাপশনে লিখেছে বিউটি অফ বাংলাদেশ । তার ভিডিও দেখে তার নামকরণে আমার নেই কোনও দ্বিমত । ড্রোন দিয়ে তোলা ছবি । ভিডিওও তাই দিয়ে । সে আবার ড্রোনের ব্যবসা করে । আসলে ব্যবসাটা তার ভাইয়ের । তবে কাজকাম বোধ হয় সেই করে । DJI Bangladesh তাদের অফিসিয়াল ফেসবুক পেজ । বাংলাদেশে তারা বাদে আর কেউ অমনভাবে নেই বোধ হয়। থাকলেও তারাই মুখ্য ।
কথাবার্তা , চালচলনে সে ক্লাসের সবচেয়ে স্মার্ট ছেলে বলা যায় । তবে এখানে স্মার্ট এর বদলে ফর্মাল শব্দটি বেশি উপযুক্ত বলে মনে হয় । সে সর্বদা ফর্মাল পোশাক পরে আসে । তার কথা শুনলে মনে হয় যেন সে এখন পার্টিতে আছে । অভিজাত লোকেরা ভিড় জমিয়েছে সব । এখানে কি আর আদিখ্যেতা চলে ? তবে সে তামাশা করে বটে । সেই তামাশাও বেমানান লাগে না । এমনকি যখন হাসিতে ভেঙ্গে পড়ে , তখনও মনে সে হাসছে পার্টির উপযুক্ত হাসি । মাননীয় ব্যক্তিবর্গ রসিকতায় যেমন হেসে থাকেন । তার পুরো আকারে-প্রকারে , ব্যক্তিত্বে-অস্তিত্বে খুব বেশি হলে মাত্র একটি জিনিসই বেমানান লাগতে পারে । সেটি বর্ণনা করছি জুলফিকারের ভাষায় - “কামরানের পেটটা যে বাইর হইয়া থাকে , এটা আমার কাছে খুবই বিরক্তি লাগে ।” এ ব্যাপারে কামরানের বক্তব্য - “কিছুদিনের মধ্যেই সে জিমে ভর্তি হবে ।” জুলফিকারই তার প্রশংসা করে আবার — “কামরান সেই বুঝাইতে পারে ।” আলিবাবা মিথ্যে বলে নি একটু । আমি কোন কিছু বোঝাতে গলদঘর্ম হয়ে পড়ি , আর সে আমারই কাছ থেকে বুঝে নিয়ে মুহূর্তে আরেকজনকে বুঝিয়ে দেয় সুন্দররুপে।
*(ক্লাসে ছেলেদের মধ্যে তার পছন্দের তালিকা বেশ লম্বা । আদিল, পিয়াস, নাহিদ, পাঠান, আরিফ, আসলাম, জিয়া, জয় এবং আরো অনেকে আছে এই তালিকায় । তবে মেয়েদের মধ্যে আছেন কেবল ঊর্মি আপু ।) সে আপুর সঙ্গে বেশ মজা করে থাকে । একবার আমাকে বিপদে ফেলেছিল । আমাকে ডাক দিয়ে আপুকে দেখিয়ে জিজ্ঞেস করল -- "দেখ তো আজকে আপুকে সুন্দর লাগতেছে না ?" কোনমতে বললাম -- "হ্যা , খুব সুন্দর লাগতেছে ।" সুন্দর যে লাগছিল, এবং সর্বদাই যে তাকে সুন্দর লাগে , এ বিষয়ে কোন সন্দেহ নেই, কিন্তু আমার মত অসহায় দুর্বল একটা ছেলেকে এমন বিপদে ফেলার কোন মানে হয় ? আল্লাহ কামরানের মঙ্গল করুন ।
*(কামরানের নিঃসন্দেহে কিছু জীবনদর্শন আছে । প্রথমে তার রমণী চিন্তায় আলোকপাত করা যাক । সে প্রেম করবে বিয়ের পর । বিয়ের আগে প্রেম তার পছন্দ নয় । সময় নষ্ট । আর তাতে লাভই বা কি ? সে যখন বিয়ে করবে , তখন শুধু মেয়ে নয়, বিয়ে করবে মেয়ের ফ্যামিলিসুদ্ধ । তার স্ত্রী চাকরি করবে না অবশ্যই , অনার্স কমপ্লিট না করলে আরও ভাল । তবে তাকে বিয়ের পর পড়াবে নিশ্চয়ই , বঞ্চিত করবে না প্রাপ্য সম্মান থেকে । কিন্তু বিয়ের পর যেন তার উপর যেন ফাঁপর না মারতে পারে , তাই এই ব্যবস্থা, মানে বেকার বউ চাই তার । ঝগড়া হলেই যেন মুখ ঝামটা মেরে না বলে — “তুমি থাক তোমার সংসার নিয়ে । আমি চললাম বাপের বাড়ি ।”
সে অতিশয় বাস্তববাদী ছেলে । তার ইচ্ছা ব্যবসা করার । এ ব্যাপারে তার নিজস্ব মত আছে । ফ্যামিলির (বাবা আর ভাই) বাইরে কাউকে সে অংশীদার বানাবে না । কারণ অন্য কেউ থাকলে সিদ্ধান্ত গ্রহণে তার অনুমতির ব্যাপার আছে । এছাড়া বিশ্বাস একটি বড় ফ্যাক্টর বটে । তার একটি চমকপ্রদ ব্যবসা চিন্তা — “রিস্ক নিলে একবারই নিব , বার বার নিব না । যখন নিব , তখনই সফল হব ।” তার ভাষায়- “আমি কাউকে উপদেশ দিলে সেইফ উপদেশ দেই । আমার কথা শুনে কাজ করে যদি তার ভাল কিছু হয় , তাও যেন আমাকে ব্লেম করতে না পারে ; খারাপ কিছু হলেও যেন আমি থাকি চিন্তামুক্ত ।” তার সর্বশেষ জীবন বিধ্বংসী উক্তি - “ব্যবসায়ী হওয়ার জন্য শিক্ষা লাগে না । শিক্ষা লাগে সেই কারণে , যেন একটা মানুষ একটা সফল ব্যক্তিকে বলতে না পারে, যে সে অশিক্ষিত বা অল্পশিক্ষিত । এটা (এমন বলাটা) আমাদের সমাজের রীতি । এ কারণেই আমার CSE তে honor’s করা । Master’s করতেও পারি , নাও করতে পারি । Depends on my future 3/4 years.” এছাড়া জনসাধারণের চিন্তাও সে করে । সে চায় তারা শিক্ষিত হোক । আর নিজের জন্য বেশি কিছু চায় না । শুধু এতটুকু শিক্ষা অর্জন করতে চায় যেন সে লোকদের শিক্ষা কাজে লাগিয়ে নিজে জীবিকা নির্বাহ করতে পারে ।)
এবার কামরান আর আমার সম্পর্কে আলোকপাত করা যাক । প্রথমদিকে সে আমাকে বলেছিল — “আমি এমনিতে তোমাকে পছন্দ করি না । কারণ তোমার চালচলন আমার পছন্দ না । কিন্তু তোমার ভ্যারাইটির দিক দিয়ে (বৈচিত্র্যের কারণে ) তোমাকে পছন্দ করি ।” আমার নিজের কথা বলার ধরণের সাথে তার মিল দেখে বেশ ভাল লেগেছিল । ক’দিন পর এই পছন্দ না করার কথা উঠেছিল । তখন সে বলল — “ওইটা তো আগে ছিল । এখন তো ফ্রেন্ড হয়ে গেছ…।" আবার কয়েকদিন আগে বলল — “আমি তোমাকে পছন্দও করি না, আবার অপছন্দও করি না।” প্রত্যুত্তরে বললাম — “আমি তোমাকে অত্যন্ত ভালবাসি ।” আমার মাঝে তার সবচেয়ে অপছন্দের বিষয় নিঃসন্দেহে আমার পোশাক । ফতুয়া পড়া তার একদম পছন্দ নয় । বলে কিনা শার্ট-প্যান্ট পড়তে । আর তার মাঝে আমার পছন্দের বিষয় অনেক । তার হাসি , smartness , formality , practicality , elegance(লালিত্য) , expression , তাদের অতিসুন্দর বাড়ির অভ্যন্তর(ছবিতে দেখেছি) , গ্রামের বাড়িতে নির্মিতব্য ডুপ্লেক্স বাড়ি এবং কে জানে, হয়ত আরও অনেক কিছু । আর সবশেষে আমার সাথে দুষ্টুমি করা (ভ্যাংচানো, মাথায় পেন্সিলের বাড়ি মারা, কাগজ ছুড়ে মারা) ছেলেদের শীর্ষস্থানীয় হিসেবে তাকে আমি অত্যন্ত ভালবাসি ।
*()-- কামরান সরবরাহকৃত তথ্য